Smallest Nations: এখানকার জনসংখ্যা মাত্র হাজার! বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির নাম জানুন এখানে…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 26, 2021 | 6:31 PM

এই পৃথিবী এক আশ্চর্য ও সুন্দর স্থানে ভরপুর। বিশ্বের অনেক তাবড় তাবড়ড দেশ রয়েছে, যেখানে আবার ছোট দেশের কদর রয়েছে। এই ছোট দেশগুলি নিজস্ব উপায়ে বিস্ময়কর ও আকর্ষণীয় করে তুলেছে।

1 / 6
এমন এমন দেশ রয়েছে, যেগুলোর আয়তন মাত্র এক বর্গকিমি। এবং সেখানে পূর্ণাঙ্গ সরকার তাঁদের সংস্কতি ও ঐতিহ্য বজায় রেখে চলেছে।

এমন এমন দেশ রয়েছে, যেগুলোর আয়তন মাত্র এক বর্গকিমি। এবং সেখানে পূর্ণাঙ্গ সরকার তাঁদের সংস্কতি ও ঐতিহ্য বজায় রেখে চলেছে।

2 / 6
ভ্যাটিকান সিটি - তালিকার শীর্ষেই রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ সুন্দরী ভ্যাটিকান সিটি। মাত্র ১১০একর জমি জুড়ে বিস্তৃত এই দেশের জনসংখ্যা মাত্র হাজারের কাছাকাছি। খ্রিষ্টদের কাছে সবচেয়ে পবিত্র শহর হিসেবে পরিচিত। মিশেলেঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির মতো বিখ্যাত শিল্পীর আবির্ভাবও এখান থেকে।

ভ্যাটিকান সিটি - তালিকার শীর্ষেই রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ সুন্দরী ভ্যাটিকান সিটি। মাত্র ১১০একর জমি জুড়ে বিস্তৃত এই দেশের জনসংখ্যা মাত্র হাজারের কাছাকাছি। খ্রিষ্টদের কাছে সবচেয়ে পবিত্র শহর হিসেবে পরিচিত। মিশেলেঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির মতো বিখ্যাত শিল্পীর আবির্ভাবও এখান থেকে।

3 / 6
মোনাকো- মাত্র ৪৯৯ একর জুড়ে বিস্তৃত মোনাকো হল বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। দেশটি বিশ্বব্যাপী মন্টে কার্লো ক্যাসিনো এবং গ্র্যান্ড প্রিক্স মোটর রেসিং ইভেন্টের জন্য বিখ্যাত। এই দেশের সৌন্দর্য দেখে যে কেউ অভিভূত হয়ে যান।

মোনাকো- মাত্র ৪৯৯ একর জুড়ে বিস্তৃত মোনাকো হল বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। দেশটি বিশ্বব্যাপী মন্টে কার্লো ক্যাসিনো এবং গ্র্যান্ড প্রিক্স মোটর রেসিং ইভেন্টের জন্য বিখ্যাত। এই দেশের সৌন্দর্য দেখে যে কেউ অভিভূত হয়ে যান।

4 / 6
নাউরু- তালিকার তিন নম্বরে রয়েছে নাউরু, যা আগে প্লেজেন্ট আইল্যান্ড নামে পরিচিত। অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত, দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৩ হাজার জন।

নাউরু- তালিকার তিন নম্বরে রয়েছে নাউরু, যা আগে প্লেজেন্ট আইল্যান্ড নামে পরিচিত। অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত, দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৩ হাজার জন।

5 / 6
টুভালু- ওশেনিয়ার এই অত্যাশ্চর্য দেশ, টুভালু পলিনেশিয়ায় বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। পূর্বে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত।  দ্বীপরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ১১ হাজার জন। পর্যটকদের কাছে এই দ্বীপটি একটি অফবিট গন্তব্য বলে বেশি জনপ্রিয়।

টুভালু- ওশেনিয়ার এই অত্যাশ্চর্য দেশ, টুভালু পলিনেশিয়ায় বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। পূর্বে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত। দ্বীপরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ১১ হাজার জন। পর্যটকদের কাছে এই দ্বীপটি একটি অফবিট গন্তব্য বলে বেশি জনপ্রিয়।

6 / 6
সান মারিনো- ৬১.২ বর্গ কিমি আয়তমের এই দেশটি তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। দেশের জনসংখ্যা প্রায় ৩৩ হাজার জন। শিল্প, পরিষেবা ও পর্যটনের উপরই এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে। এই সুন্দর দেশের প্রধান আকর্ষণ হল ক্লিফ-টপ দূর্গ।

সান মারিনো- ৬১.২ বর্গ কিমি আয়তমের এই দেশটি তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। দেশের জনসংখ্যা প্রায় ৩৩ হাজার জন। শিল্প, পরিষেবা ও পর্যটনের উপরই এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে। এই সুন্দর দেশের প্রধান আকর্ষণ হল ক্লিফ-টপ দূর্গ।

Next Photo Gallery