Bangla NewsPhoto gallery WPL 2023: Gujarat Giants players Dance 'Jhume jo pathaan' Song after first win in Women's Premier League
GG Pathan Dance: প্রথম জয়ের পর ‘ঝুমে জো পাঠান’ গানে নাচ গুজরাট প্লেয়ারদের
WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম দু-ম্য়াচেই হেরেছিল গুজরাট জায়ান্টস। এর মধ্যে দ্বিতীয় ম্য়াচে জয়ের দারুণ সুযোগ ছিল তাদের সামনে। শেষ চার ওভারে ৬৪ রান ডিফেন্ড করতে হত। যদিও তাঁরা পারেননি। ইউপি ওয়ারিয়র্সের গ্রেস হ্য়ারিস-সোফি এক্লেস্টনের বিধ্বংসী জুটি ম্য়াচ বের করে নেয়। অবশেষে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্য়াচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে গুজরাট জায়ান্টস। সোফিয়া ডাঙ্কলি এবং হরলীন দেওলের বিধ্বংসী ইনিংসে আরসিবিকে ২০১ রানের লক্ষ্য দিয়েছিল তারা। শেষ অবধি ১১ রানে জয়। প্রথম জয়ের পর গুজরাট জায়ান্টস শিবির উচ্ছ্বাসে ভাসবে এমনটাই প্রত্য়াশিত।