উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম দু-ম্য়াচেই হেরেছিল গুজরাট জায়ান্টস। এর মধ্যে দ্বিতীয় ম্য়াচে জয়ের দারুণ সুযোগ ছিল তাদের সামনে। (ছবি : টুইটার)
শেষ চার ওভারে ৬৪ রান ডিফেন্ড করতে হত। যদিও তাঁরা পারেননি। ইউপি ওয়ারিয়র্সের গ্রেস হ্য়ারিস-সোফি এক্লেস্টনের বিধ্বংসী জুটি ম্য়াচ বের করে নেয়। (ছবি : টুইটার)
অবশেষে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্য়াচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে গুজরাট জায়ান্টস। সোফিয়া ডাঙ্কলি এবং হরলীন দেওলের বিধ্বংসী ইনিংসে আরসিবিকে ২০১ রানের লক্ষ্য দিয়েছিল তারা। (ছবি : টুইটার)
শেষ অবধি ১১ রানে জয়। প্রথম জয়ের পর গুজরাট জায়ান্টস শিবির উচ্ছ্বাসে ভাসবে এমনটাই প্রত্য়াশিত। তেমনটাই দেখা গেল গুজরাট জায়ান্টসে। (ছবি : টুইটার)
গুজরাট জায়ান্টসের দুই ক্রিকেটার শবনম শাকিল ও হার্লি গালা পাঠান সিনেমার টাইটেল ট্র্য়াক 'ঝুমে জো পাঠান' গানে নাচলেন। এর আগে মিতালি রাজের সঙ্গে 'মানিকে মাগে হিতে' গানেও নেচেছিলেন এই দু-জন। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)
এই দু-জন অবশ্য এখনও ম্য়াচ খেলার সুযোগ পাননি। এখনও অনেক ম্য়াচ বাকি। সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা। তবে সোশ্য়াল মিডিয়ায় তাদের এই ভিডিয়ো ভাইরাল। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)
উদ্বোধনী সংস্করণেই জমে উঠেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। অনবদ্য কিছু পারফরম্য়ান্স দেখা গিয়েছে। রুদ্ধশ্বাস ম্য়াচ দেখা গিয়েছে। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)
এর পাশাপাশি মাঠের বাইরে বিভিন্ন দলের ক্রিকেটার নানা মুহূর্তও উপভোগ করছেন ক্রিকেটপ্রেমীরা। হোলির দিন যেমন বিদেশি ক্রিকেটাররাও রঙের উৎসবে মেতে উঠেছিলেন। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)