TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 28, 2022 | 3:09 PM
দীপিকা পাড়ুকোন মুখ খোলেন তাঁদের সম্পর্কে বিচ্ছেদ নিয়ে। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি স্পষ্ট রণবীরকে প্রতারক বলে কটাক্ষ করতে ছাড়েন না। রীতিমত অবসাদে এই সময় ডুবেছিলেন দীপিকা পাড়ুকোন।
প্রথম ছবি মুক্তির পর থেকেই একাধিক প্রশ্নের জেরবার ভক্তমহল। ছবিতে দেবের যে চরিত্র দেখানো হয়েছে তাকে সম্পূর্ণরূপে দর্শকদের থেকে লুকিয়ে রাখাই হয়েছিল। কারণটা আজও অধরা...
চেহারা দেখে অনেকেই অনুমান করেছিলেন তিনি হয়তো শাহরুখ খান পরবর্তীতে দেখা যায় যে না তিনি নন এর পরে যে নামটি দর্শকদের মাথায় আসে তাহলে রণবীর সিং, কিন্তু তিনিও এই চরিত্রে রয়েছেন কিনা স্পষ্ট নয়।
এবার সামনে আসলে নতুন নাম কেজিএফ খ্যাত দক্ষিণী সুপারস্টার যশ, এবার ব্রহ্মাস্ত ছবি ঘিরে ভাইরাল। বিটাউন সূত্রে খবর যশের কাছে গিয়েছিল ব্রহ্মাস্ত্র টু ছবির দেবের চরিত্রে অভিনয় করার প্রস্তাব
তবে যশ এই প্রসঙ্গে জানিয়েছেন তিনি চটজলদি কোন ছবির প্রস্তাব গ্রহণ করতে রাজি নন। কেজিএফ তৈরি হওয়ার পর যে স্টাডিয়াম তিনি দেখেছেন সেটিকে বজায় রাখাটাও তার কর্তব্যের মধ্যে পড়ে।
ফলে এখন যশ খুব ভেবেচিন্তে ছবির প্রস্তাব গ্রহণ করবেন বলেই স্পষ্ট জানিয়ে দেন। তিনি চান না যেভাবে দর্শকরা তাকে ঘিরে একটি সুপারস্টার তকমাটা তৈরি করেছে সেটা যেন নষ্ট হয়।