Karim Benzema: ফিরে দেখা: করিম বেঞ্জেমার ব্যালন ডি’অর জয়…

Year Ender 2022: কেরিয়ারের প্রায় শেষ প্রান্তে এসে ব্যালন ডি'অর জয় রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমার। সোনালি কেরিয়ার। প্রত্যাশিত ভাবেই তাঁর হাতে ওঠে এই শিরোপা। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। এ বার বিশ্বকাপে তাঁকে পায়নি ফ্রান্স। শেষ মুহূর্তে চোটের জন্য ছিঁটকে যান। কিছুদিন আগেই ৩৫তম জন্মদিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 24, 2022 | 8:00 AM

1 / 6
অক্টোবর মাসে প্যারিসে বসেছিল বসেছিল ব্যালন ডি’অরের ৬৬তম আসর। সেই আসরেই রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমার হাতে উঠেছিল ব্যালন ডি'অর খেতাব। ছবি: টুইটার

অক্টোবর মাসে প্যারিসে বসেছিল বসেছিল ব্যালন ডি’অরের ৬৬তম আসর। সেই আসরেই রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমার হাতে উঠেছিল ব্যালন ডি'অর খেতাব। ছবি: টুইটার

2 / 6
সাদা জার্সিতে ফুল ফুটিয়ে প্রত্যাশিত ভাবেই জয় করে নেন এই খেতাব। বায়ার্ন মিউনিখের সদিও মানে, ম্যাঞ্চেস্টার সিটির কেভিন ডি ব্রুইনদের পিছনে ফেলে জিতে নেন এই ঐতিহ্যবাহী পুরস্কার। ছবি: টুইটার

সাদা জার্সিতে ফুল ফুটিয়ে প্রত্যাশিত ভাবেই জয় করে নেন এই খেতাব। বায়ার্ন মিউনিখের সদিও মানে, ম্যাঞ্চেস্টার সিটির কেভিন ডি ব্রুইনদের পিছনে ফেলে জিতে নেন এই ঐতিহ্যবাহী পুরস্কার। ছবি: টুইটার

3 / 6
বেঞ্জেমার হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন, ১৯৯৮ ব্যালন ডি'অর জয়ী তারকা জিনেদিন জিদান। ৩৪ বছর বয়সে এই পুরস্কার পেয়েছিলেন বেঞ্জেমা। এই বয়সে এই খেতাব জয়ের নজির ফুটবলে বিশেষ নেই বললেই চলে। ছবি: টুইটার

বেঞ্জেমার হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন, ১৯৯৮ ব্যালন ডি'অর জয়ী তারকা জিনেদিন জিদান। ৩৪ বছর বয়সে এই পুরস্কার পেয়েছিলেন বেঞ্জেমা। এই বয়সে এই খেতাব জয়ের নজির ফুটবলে বিশেষ নেই বললেই চলে। ছবি: টুইটার

4 / 6
৩৪ বছরের মাদ্রিদ স্ট্রাইকার, ৪৬টি ম্যাচে ৪৪টি গোল করেছেন গত মরসুমে। বেঞ্জেমার দুর্দান্ত পারফর্ম্যান্সেই উয়েফা চ্যাম্পিন্স লিগ ও লা লিগা জিতেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় করেছিলেন ২৭টি গোল। চ্যাম্পিয়ন্স লিগের সর্বাধিক গোলদাতা হন ১৫ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে। এর মধ্যে প্যারিস স্যঁ জ্যঁ ও চেলসির বিরুদ্ধে রয়েছে হ্যাটট্রিকও। ছবি: টুইটার

৩৪ বছরের মাদ্রিদ স্ট্রাইকার, ৪৬টি ম্যাচে ৪৪টি গোল করেছেন গত মরসুমে। বেঞ্জেমার দুর্দান্ত পারফর্ম্যান্সেই উয়েফা চ্যাম্পিন্স লিগ ও লা লিগা জিতেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় করেছিলেন ২৭টি গোল। চ্যাম্পিয়ন্স লিগের সর্বাধিক গোলদাতা হন ১৫ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে। এর মধ্যে প্যারিস স্যঁ জ্যঁ ও চেলসির বিরুদ্ধে রয়েছে হ্যাটট্রিকও। ছবি: টুইটার

5 / 6
পুরস্কার নিয়ে বেঞ্জেমা বলেছিলেন, "ছোট থেকে স্বপ্ন দেখতাম, একদিন এই পুরস্কার পাব। সত্যি গর্বিত ব্যালন ডি'আর হাতে ধরে। আমি কখনও হাল ছাড়িনি। মাথার মধ্যে এটা ছিল যে, এই পুরস্কার আমায় পেতেই হবে। একটা সময় ছিল, যখন আমি জাতীয় দলের হয়ে খেলছিলাম না, ওই সময়টা অত্যন্ত কঠিন ছিল আমার জন্য। কিন্তু আমি হাল ছাড়িনি। ওই কঠিন সময় আমাকে মানসিক ভাবে আরও শক্তিশালী করে তুলেছিল। নিজের কাজ নিয়ে আমি সত্যিই খুব খুশি আজ"।

পুরস্কার নিয়ে বেঞ্জেমা বলেছিলেন, "ছোট থেকে স্বপ্ন দেখতাম, একদিন এই পুরস্কার পাব। সত্যি গর্বিত ব্যালন ডি'আর হাতে ধরে। আমি কখনও হাল ছাড়িনি। মাথার মধ্যে এটা ছিল যে, এই পুরস্কার আমায় পেতেই হবে। একটা সময় ছিল, যখন আমি জাতীয় দলের হয়ে খেলছিলাম না, ওই সময়টা অত্যন্ত কঠিন ছিল আমার জন্য। কিন্তু আমি হাল ছাড়িনি। ওই কঠিন সময় আমাকে মানসিক ভাবে আরও শক্তিশালী করে তুলেছিল। নিজের কাজ নিয়ে আমি সত্যিই খুব খুশি আজ"।

6 / 6
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কখনোই সেভাবে আলোচনায় আসতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা বেঞ্জেমা। কেরিয়ারের সোনালি সময়টা কাটিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছায়া হয়েই। তবে কেরিয়ারের প্রায় শেষ প্রান্তে এসে এই জয় তাঁর জীবনের বড় একটি জয় ছিল। ছবি: টুইটার

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কখনোই সেভাবে আলোচনায় আসতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা বেঞ্জেমা। কেরিয়ারের সোনালি সময়টা কাটিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছায়া হয়েই। তবে কেরিয়ারের প্রায় শেষ প্রান্তে এসে এই জয় তাঁর জীবনের বড় একটি জয় ছিল। ছবি: টুইটার