Empty Bottle: খালি মদের বোতল দিয়েই মাসে আয় করতে পারেন হাজার হাজার টাকা, কীভাবে?

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 30, 2025 | 11:39 AM

Business Idea: অনেকেই মদ্যপান করেন। ফাঁকা বোতল ফেলে দেন। তবে এই ফাঁকা কাচের বোতলও কিন্তু ভরা বোতলের মতোই দামি হতে পারে।

1 / 9
মূল্যবৃদ্ধির যুগে খরচের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য একজনের বেতন যথেষ্ট নয়।

মূল্যবৃদ্ধির যুগে খরচের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য একজনের বেতন যথেষ্ট নয়।

2 / 9
 অনেকেই আবার বাড়িতে বসেই ভাবনাচিন্তা করেন ব্যবসা শুরু করার, কিন্তু কী করবেন, তা ভেবে পান না।

অনেকেই আবার বাড়িতে বসেই ভাবনাচিন্তা করেন ব্যবসা শুরু করার, কিন্তু কী করবেন, তা ভেবে পান না।

3 / 9
তবে জানেন কি,  ফাঁকা কাচের বোতল দিয়েই আপনি ব্যবসা শুরু করতে পারেন।

তবে জানেন কি, ফাঁকা কাচের বোতল দিয়েই আপনি ব্যবসা শুরু করতে পারেন।

4 / 9
অনেকেই মদ্যপান করেন। ফাঁকা বোতল ফেলে দেন। তবে এই ফাঁকা কাচের বোতলও কিন্তু ভরা বোতলের মতোই দামি হতে পারে।

অনেকেই মদ্যপান করেন। ফাঁকা বোতল ফেলে দেন। তবে এই ফাঁকা কাচের বোতলও কিন্তু ভরা বোতলের মতোই দামি হতে পারে।

5 / 9
বর্তমানে ঘর সাজানোর নানা জিনিস পাওয়া যায়, যা কাচের বোতল দিয়ে তৈরি।

বর্তমানে ঘর সাজানোর নানা জিনিস পাওয়া যায়, যা কাচের বোতল দিয়ে তৈরি।

6 / 9
 ল্য়াম্পশেড থেকে শুরু করে ফুলদানি, এগুলি হাজার হাজার টাকায় বিক্রি হয়।

ল্য়াম্পশেড থেকে শুরু করে ফুলদানি, এগুলি হাজার হাজার টাকায় বিক্রি হয়।

7 / 9
যদি নতুন ব্যবসা শুরু করতে চান, তবে ফাঁকা বোতলকে রঙিনভাবে সাজিয়ে বা লাইট ভরে সুন্দর ল্যাম্প হিসাবে বিক্রি করতে পারেন।

যদি নতুন ব্যবসা শুরু করতে চান, তবে ফাঁকা বোতলকে রঙিনভাবে সাজিয়ে বা লাইট ভরে সুন্দর ল্যাম্প হিসাবে বিক্রি করতে পারেন।

8 / 9
এগুলি বিক্রি করে মাসে হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন।

এগুলি বিক্রি করে মাসে হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন।

9 / 9
তাহলে আর বসে ভাবছেন কেন? নতুন অর্থবর্ষ থেকেই শুরু করে দিন ব্যবসা।

তাহলে আর বসে ভাবছেন কেন? নতুন অর্থবর্ষ থেকেই শুরু করে দিন ব্যবসা।

Next Photo Gallery