AUS vs ZIM: টিম বাসে সিকন্দরদের ‘রাজকীয়’ নাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 04, 2022 | 9:30 AM

অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবোয়ে। রেগিস চাকাভাদের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব। অ্যারন ফিঞ্চের দলের বিরুদ্ধে সিরিজ খুইয়ে তৃতীয় ম্যাচে নেমেছিল জিম্বাবোয়ে। ম্যাচটা সিকন্দর রাজাদের জন্য ছিল নিয়মরক্ষার। আর তাতেই অজিদের দম্ভ গুঁড়িয়ে দিল জিম্বাবোয়ে। ম্যাচের শেষে টিম বাসেও চলল দেদার নাচ। ব্যাগিগ্রিনদের বিরুদ্ধে জয়ের সেলিব্রেশনটা টিম বাস থেকেই শুরু করে দেন রাজারা।

1 / 5
অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবোয়ে। রেগিস চাকাভাদের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব। অ্যারন ফিঞ্চের দলের বিরুদ্ধে সিরিজ খুইয়ে তৃতীয় ম্যাচে নেমেছিল জিম্বাবোয়ে। ম্যাচটা সিকন্দর রাজাদের জন্য ছিল নিয়মরক্ষার। আর তাতেই অজিদের দম্ভ গুঁড়িয়ে দিল জিম্বাবোয়ে। ম্যাচের শেষে টিম বাসেও চলল দেদার নাচ। ব্যাগিগ্রিনদের বিরুদ্ধে জয়ের সেলিব্রেশনটা টিম বাস থেকেই শুরু করে দেন রাজারা। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)

অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবোয়ে। রেগিস চাকাভাদের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব। অ্যারন ফিঞ্চের দলের বিরুদ্ধে সিরিজ খুইয়ে তৃতীয় ম্যাচে নেমেছিল জিম্বাবোয়ে। ম্যাচটা সিকন্দর রাজাদের জন্য ছিল নিয়মরক্ষার। আর তাতেই অজিদের দম্ভ গুঁড়িয়ে দিল জিম্বাবোয়ে। ম্যাচের শেষে টিম বাসেও চলল দেদার নাচ। ব্যাগিগ্রিনদের বিরুদ্ধে জয়ের সেলিব্রেশনটা টিম বাস থেকেই শুরু করে দেন রাজারা। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)

2 / 5
ফিঞ্চদের যে রেগিস চাকাভারা হারিয়ে দেবেন, তা কেউ কল্পনাই করেনি। সেটাই করে দেখিয়েছেন রাজারা। ফলে সেলিব্রেশনটা তো নজরকাড়া হতেই হবে। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)

ফিঞ্চদের যে রেগিস চাকাভারা হারিয়ে দেবেন, তা কেউ কল্পনাই করেনি। সেটাই করে দেখিয়েছেন রাজারা। ফলে সেলিব্রেশনটা তো নজরকাড়া হতেই হবে। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)

3 / 5
অজিদের বিরুদ্ধে ৩ ওভার বল করে ১০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার ঝুলিতে ভরেছেন রায়ান বার্ল। তাঁর দাপটেই অস্ট্রেলিয়ার দম্ভ কার্যত গুঁড়িয়ে দেয় জিম্বাবোয়ে। যার ফলে টিম বাসে সতীর্থদের সঙ্গে পুরোদস্তুর সেলিব্রেশনের মেজাজে দেখা যায় সিকন্দর রাজাকে। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)

অজিদের বিরুদ্ধে ৩ ওভার বল করে ১০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার ঝুলিতে ভরেছেন রায়ান বার্ল। তাঁর দাপটেই অস্ট্রেলিয়ার দম্ভ কার্যত গুঁড়িয়ে দেয় জিম্বাবোয়ে। যার ফলে টিম বাসে সতীর্থদের সঙ্গে পুরোদস্তুর সেলিব্রেশনের মেজাজে দেখা যায় সিকন্দর রাজাকে। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)

4 / 5
জিম্বাবোয়ে ক্রিকেটের অফিসিয়াল টুইটার থেকে সেই ভিডিও তুলে ধরা হয়েছে টুইটারে। যেখানে দেখা যায়, নাচে-গানে মাতিয়ে রেখেছেন। রাজারা টিম বাসকেই ডান্স ফ্লোর বানিয়ে ছাড়েন। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)

জিম্বাবোয়ে ক্রিকেটের অফিসিয়াল টুইটার থেকে সেই ভিডিও তুলে ধরা হয়েছে টুইটারে। যেখানে দেখা যায়, নাচে-গানে মাতিয়ে রেখেছেন। রাজারা টিম বাসকেই ডান্স ফ্লোর বানিয়ে ছাড়েন। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)

5 / 5
উল্লেখ্য, টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবোয়ের অধিনায়ক রেগিস চাকাভা। প্রথমে ব্যাটিং করে ৩১ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় অজিরা। রান তাড়া করতে নেমে ৩৯ ওভারে টার্গেট পূর্ণ করে ফেলে জিম্বাবোয়ে। (ছবি-টুইটার)

উল্লেখ্য, টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবোয়ের অধিনায়ক রেগিস চাকাভা। প্রথমে ব্যাটিং করে ৩১ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় অজিরা। রান তাড়া করতে নেমে ৩৯ ওভারে টার্গেট পূর্ণ করে ফেলে জিম্বাবোয়ে। (ছবি-টুইটার)

Next Photo Gallery