
৬ ফুট ৫ ইঞ্চির উচ্চতা পেশীবহুল শরীর। চূড়ান্ত ফিটনেসে তাক লাগাচ্ছেন এসি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। সমুদ্র সৈকতে তাঁর পরণে ছিল শুধু কালো শর্টস ও চশমা। তাতেই কাত অনুরাগীরা।(ছবি:টুইটার)

নতুন বছরের প্রথম সপ্তাহে ইব্রা ধরা পড়লেন ফ্লোরিডার মায়ামি বিচে। নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন। কখনও জলে, কখনও বিচের বালির উপর ফুটবল নিয়ে কারিকুরি চলছিল তাঁর।(ছবি:টুইটার)

৪১ বছরেও ফিটনেসে ২১-এর তরুণকে দশ গোল দিতে পারেন। সেটাই কি বোঝানোর চেষ্টা করছিলেন? (ছবি:টুইটার)

সবচেয়ে বেশি নজর কেড়েছে ইব্রার হেয়ারস্টাইল। সামনের চুল টেনে পিছনে নিয়ে গিয়ে বেণীর মতো ঝুলিয়ে দেওয়া হয়েছে। ম্যাঞ্চেস্টার সিটি তারকা আর্লিং হালান্ডের এমন হেয়ারস্টাইল দেখা যায়। ইব্রাহিমোভিচও সেই এক্সপেরিমেন্ট করলেন।(ছবি:টুইটার)

হাঁটুর সার্জারির কারণে এসি মিলানের হয়ে মাঠে নামতে পারেননি। বর্তমানে তিনি একদম সুস্থ। ঘরোয়া লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ লক্ষ্য করে এগোচ্ছেন।(ছবি:টুইটার)

আগামী ফেব্রুয়ারি মাসে টটেনহ্যামের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। তার আগেই সম্পূর্ণ ফিট ইব্রাকে পাওয়া আশা করা হচ্ছে। তার আগে দলের বাকিদের থেকে হাজারো কিলোমিটার দূরে মিয়ামি বিচে সময় কাটাচ্ছেন। (ছবি:টুইটার)