জোটের স্বার্থে কম আসনেও রাজি আব্বাস সিদ্দিকি, ‘খুশি’ কংগ্রেস
অবশেষে সুর নরম করলেন আইএসএফ (ISF) প্রধান আব্বাস সিদ্দিকি।
অবশেষে সুর নরম করলেন আইএসএফ (ISF) প্রধান আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। বামেদের সঙ্গে বোঝাপড়া মিটে গেলেও জট আটকে ছিল কংগ্রেসের (Congress) আসন ছাড়া নিয়ে। সূত্রের খবর, কংগ্রেসের তরফে যে আসন ছাড়া হয়েছে তাতেই রাজি হয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা। গোঁ ছেড়ে তিনি আজ বলেছেন, “চলুন সবাই একসঙ্গে লড়াই করি।”
Published on: Mar 03, 2021 01:52 PM
Latest Videos