বিজেপির পরিবর্তন যাত্রার রথে ভাঙচুর

sreejayee das

|

Updated on: Feb 27, 2021 | 10:29 AM

ভোট (West Bengal Assembly Elections 2021) ঘোষণা হতেই বাংলায় চড়ছে রাজনৈতিক হিংসার পারদ। ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

বিজেপির পরিবর্তন যাত্রার রথে ভাঙচুর। ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মানিকতলার কাদাপাড়ায় এই ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থলে যান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও এ নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ভোটের আগে বাড়ছে রাজনৈতিক হিংসা। জেলার পাশাপাশি খাস কলকাতাতেও একই ছবি। বিজেপি সূত্রে খবর, তাদের পরিবর্তন যাত্রা কর্মসূচির জন্য কাদাপাড়ায় এস ধানানিয়ার গুদামে বেশ কয়েকটি সাজানো ট্যাবলো রাখা ছিল। ছিল এলইডি স্ক্রিন, মোবাইল ফোন, ল্যাপটপও। পদ্ম শিবিরের অভিযোগ, রাতে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এই গুদামে হামলা চালায়।

Published on: Feb 27, 2021 10:27 AM