বিজেপিতে যোগদানের পর কী বললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র?

ishita marick |

Mar 04, 2021 | 1:18 AM

মঙ্গলবারই হুগলির বৈদ্যবাটিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বিজেপিতে ( BJP) যোগদান করার পরেই মুখোমুখি হলেন TV9 বাংলার, দেখুন সেই ভিডিয়ো। 

Follow Us

তৃণমূলের হয়ে সোমবারও TV9 ভারতবর্ষে গলা ফাটিয়েছিলেন তিনি। মঙ্গলবারই হুগলির বৈদ্যবাটিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। গেরুয়া নামাবলি গায়ে চাপানোর পর এ দিন রাতেই তিনি বিজেপির (BJP) হেস্টিংসের কার্যালয়ে আসেন। সেখানে TV9 বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে বলেন, “দু’মাস অনুরোধ করার পর একটা দলে স্থান পেয়েছি। বিজেপি নেতৃত্বকে বলেছিলাম আমি তাঁদের আদর্শে অনুপ্রাণিত। কাজ করতে চাই। তাঁরা সুযোগ করে দিয়েছেন। ভাল তো লাগবেই।”

 

 

 

 

 

তৃণমূলের হয়ে সোমবারও TV9 ভারতবর্ষে গলা ফাটিয়েছিলেন তিনি। মঙ্গলবারই হুগলির বৈদ্যবাটিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। গেরুয়া নামাবলি গায়ে চাপানোর পর এ দিন রাতেই তিনি বিজেপির (BJP) হেস্টিংসের কার্যালয়ে আসেন। সেখানে TV9 বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে বলেন, “দু’মাস অনুরোধ করার পর একটা দলে স্থান পেয়েছি। বিজেপি নেতৃত্বকে বলেছিলাম আমি তাঁদের আদর্শে অনুপ্রাণিত। কাজ করতে চাই। তাঁরা সুযোগ করে দিয়েছেন। ভাল তো লাগবেই।”

 

 

 

 

 

Next Article