বিজেপিতেই পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari ) গেরুয়া পতাকা হাতে তুলে নেন আসানসোল পুরসভার প্রশাসক।
জল্পনা সত্যি করে বিজেপিতে যোগ দিয়ে ফেললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari )। এ দিন বৈদ্যবাটির সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি গেরুয়া পতাকা হাতে তুলে নেন আসানসোল পুরসভার প্রশাসক। এর আগেই অবশ্য তাঁর বিজেপিতে যাওয়ার জল্পনা সৃষ্টি হয়েছিল। তবে সেই সময় ইউটার্ন মেরে তৃণমূলেই থেকে গিয়েছিলেন আসানসোল পুরসভার প্রাক্তন প্রশাসক। দলে প্রত্যাবর্তনের পর কোনও পদ ফিরে না পেলেও জিতেন্দ্রকে জাতীয় স্তরের মুখপাত্রের দায়িত্ব দিয়েছিল দল। যদিও সেসব ‘মায়া’ কাটিয়ে এ বার পাকাপাকিভাবে পদ্ম পতাকা তিনি হাতে তুলে নিলেন।
Published on: Mar 02, 2021 10:16 PM
Latest Videos