AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইন্দিরার জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল: রাহুল গান্ধী

Debasmita Chakraborty

|

Updated on: Mar 03, 2021 | 11:49 AM

Share

বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে একান্ত আলাপচারিতায় মঙ্গলবার রাহুল এমন বলেছেন।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করে ভুল করেছিলেন। বিস্ফোরক মন্তব্য করেছেন ইন্দিরার নাতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে একান্ত আলাপচারিতায় মঙ্গলবার রাহুল এমন বলেছেন। রাহুল বলেন, “১৯৭৫ সাল থেকে ১৯৭৭ সাল অবধি দেশে ২১ মাসের জরুরি অবস্থা জারি ছিল। খর্ব করা হয়েছিল মানুষের সাংবিধানিক অধিকার। একেবারেই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন ঠাকুমা।” কংগ্রেসের শীর্ষ নেতার মন্তব্য, জরুরি অবস্থার সময়ের সঙ্গে এখনকার পরিস্থিতির মৌলিক ফারাক রয়েছে। এখন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোক ঢোকাচ্ছে বলে অভিযোগ করেন রাহুল। তিনি এও বলেছেন, “কংগ্রেস দেশের প্রাতিষ্ঠানিক পরিকাঠামো দখল করতে চায় না। কংগ্রেসের সেই ক্ষমতাও নেই।”