Jawan Movie: ‘জওয়ানের’ রেকর্ডের সঙ্গেই শেয়ারের দামে রেকর্ড বৃদ্ধি PVR-INOX-র, মাত্র কয়েকদিনেই উঠল ঝড়

Jawan Movie: প্রসঙ্গত, শহর কলকাতা হোক বা শহরতলি, পিভিআর আইনক্সে জওয়ানের টিকিট কোথাও ২০০ তো কোথাও ৫০০, কোথাও আবার দেড় হাজারেরও বেশি দামে বিকোচ্ছে। তবে জওয়ান বাজারে আসার আগে সানি দেওল অভিনীত গদর-২ এই শেয়ারের দামে বেশ খানিকটা গতি এনেছিল।

Jawan Movie: ‘জওয়ানের’ রেকর্ডের সঙ্গেই শেয়ারের দামে রেকর্ড বৃদ্ধি PVR-INOX-র, মাত্র কয়েকদিনেই উঠল ঝড়
জওয়ানের হাত ধরেই নয়া রেকর্ডImage Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 10, 2023 | 7:14 AM

কলকাতা: হল মাতাচ্ছে ‘জওয়ান’ (Jawan Movie)। অলিতেগলিতে, চায়ের ঠেকে, অফিস-কাছারিতে সর্বত্রই এখন চর্চায় বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। কিং খান অভিনীত জওয়ান রোজই বক্স অফিসে তৈরি করে ফেলছে নিত্যনতুন রেকর্ড। শাহরুখই ভেঙে ফেলছেন তাঁর নিজেরই পুরনো রেকর্ডই। সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টি স্ক্রিন, রূপোলি পর্দায় এখনও একজনই কিং, কিং খান! কিন্তু, জানেন কী জওয়ান জ্বরে কাবু হয়েছে শেয়ার মার্কেট? শুনতে অবাক লাগলেও হয়েছে এমনটাই। বড় প্রভাব পড়েছে পিভিআর আইনক্সের শেয়ারের দামে। 

মাত্র এক তিন মাসের ব্যবধানে পিভিআর আইনক্স লিমিটেডের শেয়ারের দাম ৪০০ টাকার উপর বেড়ে গিয়েছে। ১ মাসে তা বেড়েছে প্রায় ২০০ টাকারও বেশি। ৮ সেপ্টেম্বর বাজার বন্ধের সময় পিভিআর আইনক্সের স্টকের শেষ দাম ছিল ১৮৫৩ টাকা। এদিকে যেভাবে একের পর রেকর্ড তৈরি করছে জওয়ান তাতে অনেকেই বলছেন, ৫০০ কোটির ক্লাবে ছবিটির ঢুকে পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ফলে চলতি মাসের শেষে এই শেয়ারের দাম আরও অনেকটা বাড়বে বলে মনে করেছেন শেয়ার বিশেষজ্ঞরা। 

প্রসঙ্গত, শহর কলকাতা হোক বা শহরতলি, পিভিআর আইনক্সে জওয়ানের টিকিট কোথাও ২০০ তো কোথাও ৫০০, কোথাও আবার দেড় হাজারেরও বেশি দামে বিকোচ্ছে। তবে জওয়ান বাজারে আসার আগে সানি দেওল অভিনীত গদর-২ এই শেয়ারের দামে বেশ খানিকটা গতি এনেছিল। ১১ অগস্ট মুক্তি পাওয়া ছবিটি ইতিমধ্যেই ৫০০ কোটির ক্লাবে যোগ দিয়েছে। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।