Gandhi Jayanti 2021: আজকের দিনেও জাতির জনকের বিখ্যাত বাণীগুলি সমান গুরুত্বের! রইল ১০টি উক্তি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 02, 2021 | 8:26 AM

২ অক্টোবর জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর জন্মদিন হিসেবে প্রতিবছর পালন করা হয়। ব্রিটিশ ঐপনিবেশিক শাসন থেকে দেশকে স্বাধীনতার মুক্তির স্বাদ দেওয়ার পরিবর্তে নিজের গোটা জীবনটাই উত্‍সর্গ করে দিয়েছিলন। বাপু হিসেবে সকলের প্রিয় মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁর দেখানো অহিংসার ও নিঃস্বার্থ সেবার মূল্যবোধের পথ অনুসরণ করা উচিত। শুধু ভারতীয়রাই নয়, সারা বিশ্বই […]

Gandhi Jayanti 2021: আজকের দিনেও জাতির জনকের বিখ্যাত বাণীগুলি সমান গুরুত্বের! রইল ১০টি উক্তি
জাতির জনক মহাত্মা গান্ধী

Follow Us

২ অক্টোবর জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর জন্মদিন হিসেবে প্রতিবছর পালন করা হয়। ব্রিটিশ ঐপনিবেশিক শাসন থেকে দেশকে স্বাধীনতার মুক্তির স্বাদ দেওয়ার পরিবর্তে নিজের গোটা জীবনটাই উত্‍সর্গ করে দিয়েছিলন। বাপু হিসেবে সকলের প্রিয় মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁর দেখানো অহিংসার ও নিঃস্বার্থ সেবার মূল্যবোধের পথ অনুসরণ করা উচিত। শুধু ভারতীয়রাই নয়, সারা বিশ্বই তাঁর নানান উক্তি ও বাণীতে অনুপ্রাণিত হোন। সেগুলিই এখানে আলোচনা করা হয়েছে।

১৮৬৯সালে ২ অক্টোবর গুজরাতের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী। দেশের শিল্পকে মূল্য বা গুরুত্ব দেওয়া যাঁর হাত ধরে, তিনিই ছিলেন একাধারে সত্য ও অহিংসার নীতির দৃষ্টান্ত ও সমর্থক। ১৫২তম জন্মবার্ষিকীর মধ্য দিয়ে তাঁর ১০টি অনুপ্রেরণামূলক উক্তি নীচে আলোচনা করে হল, সেগুলিই দেখে নিন একঝলকে…

১. শক্তি শারীরিক ক্ষমতা থেকে আসে না। এটি একটি অদম্য ইচ্ছা থেকে আসে।

২. আগামীকাল কী হবে তুমি তা জানো না। তাই বর্তমানে জীবনটাকে উপভোগ করো। বেঁচে কীভাবে থাকবে তা শিখতে হবে।

৩. পৃথিবীকে পরিবর্তন করার ইচ্ছে থাকলে তা অবশ্যই করা উচিত।

৪. প্রথমে তাঁরা উপেক্ষ করে, তারপর তোমাকে দেখে হাসবে, তারপর তোমার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, তারপর শেষে জিত হবে তোমারই।

৫. একজন মানুষ আসলে চিন্তার ফসল। সে যা করবে বলে মনস্থির করে, তা সে করে দেখায়।

৬. দুর্বলরা কখনও ক্ষমা করতে পারে না। ক্ষমতাশালী, শক্তিশালী ব্যক্তির এটি একটি বৈশিষ্ট্য।

৭. কাপুরুষরা প্রেম প্রদর্শন করতে অক্ষম। এরজন্য সাহসীদের বিশেষ অধিকার রয়েছে।

৮. আনন্দ ছাড়া সেবা প্রদান করা কঠিন। তাই সেবক বা পরিবেশনকারীকে সাহায্য করার জন্য নয়, সেবা মানুষের জন্য প্রদান করে আনন্দ উপলব্ধি করতে পারে।

৯. অন্যের সেবায় নিজেকে নিযুক্ত করাই হল নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায়।

১০. একটি সাধারণ পথ অনুসরণ করেই বিশ্বকে পরিবর্তন করা সম্ভব।

তাঁর শিক্ষা ও উক্তি বর্তমান সমাজে এখনও সমান প্রাসঙ্গিক ও লালিত। বাস্তব জীবনে সরল স্বাভাবিক জীবনযাপন ও অসাধারণ জীবনদৃষ্টিতে সারাবিশ্বের কাছে তিনি একজন অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তাঁর পথ অনুসরণ করতে অমূল্য শিক্ষাকে সবসময় স্মরণ করা উচিত। আর তাতেই দেশের ভবিষ্যত মজবুত হতে সাহায্য করবে।

 

আরও পড়ুন: October 2021: শারদীয়া থেকে কারওয়া চৌথ, অক্টোবরে কোন কোন সময়ে কী কী পুজো-পার্বণ রয়েছে, জেনে নিন

Next Article