Astro Tips: ফিটকিরিই পারে আপনার ভাগ্য ফেরাতে! কোন টোটকা করলে কী উপকার হয় জানেন?

Astro Tips: জ্যোতিষ শাস্ত্র বলছে ফিটকিরি জীবনের নানা সমস্যা দূর করতে ব্যবহার করা যায়। জীবন বা পরিবারের উপর কোনও অশুভ প্রভাব থাকলে তাও দূর করতে উপযোগী এই ফিটকিরি।

Astro Tips: ফিটকিরিই পারে আপনার ভাগ্য ফেরাতে! কোন টোটকা করলে কী উপকার হয় জানেন?

Dec 13, 2024 | 5:25 PM

দাড়ি কামানোর পরে কেটে গেলে যাতে সেপটিক না হয় তাই জন্য ফিটকিরি লাগানোর চল রয়েছে। অ্যান্টি সেপটিক হিসাবে অব্যর্থ ফিটকিরি তা আমরা সকলেই জানি। কিন্তু আপনি কি জানেন, ভাগ্যের হাল ফেরাতেও কিন্তু বেশ কার্যকরী এই ফিটকিরি।

জ্যোতিষ শাস্ত্র বলছে ফিটকিরি জীবনের নানা সমস্যা দূত্র করতে ব্যবহার করা যায়। জীবন বা পরিবারের উপর কোনও অশুভ প্রভাব থাকলে তাও দূর করতে উপযোগী এই ফিটকিরি। জ্যোতিষশাস্ত্র বলছে ফিটকিরি দিয়ে কিছু টোটকা পালন করতে হবে।

১। বাস্তুদোষ থাকলে ফিটকিরি দিয়ে কাটানো সম্ভব। বাস্তুদোষ কাটাতে বাড়ির প্রধান দরজার সামনে একটা কাচের পাত্রে কিছুটা জলে ফিটকিরি রেখে দিন।

২। বাড়ির ওপর কি কারও কুনজর পড়েছে? সেই দোষো কাটাতে পারবেন। একটি পাত্রে কিছুটা ফিটকিরি, নুন এবং কালো সর্ষে নিয়ে নিন। সেই পাত্রটি নিয়ে বাড়ির চারপাশে সাত বার ঘুরিয়ে নিয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন, তাহলেই হবে।

৩। রাতে ভাল ঘুম হয় না। এছাড়া সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখেন অনেকেই। এক্ষেত্রে বালিশের নীচে এক টুকরো ফিটকিরি রাখুন। তাহলেই সমাধান পাবেন নিশ্চিত।

৪। বাড়ি এবং পরিবারকে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করতে হলে কিছুটা ফিটকিরি গুঁড়ো ঘরের চার কোণে ছড়িয়ে দিতে হবে। এতে ভাল ফল মিলবে।

৫। সন্তানকে নিয়ে সমস্যায় ভুগলে সমাধান করতে পারে এই ফিটকিরি। লেখাপড়ায় মনোযোগ না থাকলে, একটা বড় মাপের ফিটকিরির টুকরো বাচ্চাদের পড়ার জায়গায় রেখে দিন। তাহলেই ফল মিলবে।

৬। ব্যবসার ক্ষেত্রে যদি কাজে খুব বেশি বাধার সম্মুখীন হন তাহলে একটি লাল কাপড়ের টুকরোয় কিছুটা ফিটকিরি বেঁধে কাজের জায়গায় ঝুলিয়ে রাখুন।

৭। বাথরুম পরিষ্কার না থাকলে রাহুর দোষ চরমে ওঠে। রাহুর কুপ্রভাব থেকে ঘর রক্ষা করতে হলে ফিটকিরি সমাধান দিতে পারে। বাথরুমের তাকে একটি পাত্রে এক টুকরো ফিটকিরি লবঙ্গ ও সন্ধক নুন রেখে দিন।