Janmashtami 2025: জন্মাষ্টমীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি, জীবনে ঘোর বিপত্তি নেমে আসতে পারে

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভক্তিভরে পালন করতে চাইলে বেশকিছু নিয়মনিষ্ঠা মানা জরুরি। এমনটাই বলছে শাস্ত্র। এই দিনে জেনে নিন যে, কোন কোন কাজ করা উচিত নয়। 

Janmashtami 2025: জন্মাষ্টমীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি, জীবনে ঘোর বিপত্তি নেমে আসতে পারে
Janmashtami 2025: জন্মাষ্টমীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি, জীবনে ঘোর বিপত্তি নেমে আসতে পারেImage Credit source: Pinterest

Aug 16, 2025 | 12:37 PM

জন্মাষ্টমীর (Janmashtami) পবিত্র দিনে হিন্দু শাস্ত্র অনুযায়ী বেশ কিছু কাজ ভক্তিভরে করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বজায় থাকে। আর এমন দিনে বেশ কিছু কাজ করতে নেই। আরও ভাল করে বললে এমন দিনে বেশ কিছু কাজ করা থেকে এড়িয়ে চলতে বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভক্তিভরে পালন করতে চাইলে বেশকিছু নিয়মনিষ্ঠা মানা জরুরি। এমনটাই বলছে শাস্ত্র। এই দিনে জেনে নিন যে, কোন কোন কাজ করা উচিত নয়। 

জন্মাষ্টমীতে কী কী করা উচিত নয় জেনে নিন —

  • অশুদ্ধ অবস্থায় পূজো করতে নেই – জন্মাষ্টমীর দিন স্নান না করে বা অশুচি অবস্থায় পূজা করা উচিত নয়।
  • তামসিক খাবার নয় – মাংস, মাছ, ডিম, রসুন, পেঁয়াজ জাতীয় তামসিক খাবার খাওয়া উচিত নয়।
  • মিথ্যা কথা নয় – এই দিনে মিথ্যা বলা, ঝগড়া-বিবাদ বা কারও মনে আঘাত দেওয়া শাস্ত্রবিরুদ্ধ।
  • উপোস ভঙ্গ নয় – জন্মাষ্টমীতে অনেকেই নির্জলা বা ফলাহারী উপবাস রাখেন। পূজা শেষ না হওয়া পর্যন্ত অন্নগ্রহণ না করাই শ্রেয়।
  • অলসতা নয় – জন্মাষ্টমীতে পূজা-পাঠ বাদ দিয়ে ঘুমনো বা সময় নষ্ট করা উচিত নয়।
  • অশ্লীল বা নেতিবাচক কাজ নয় – রাগ, লোভ, হিংসা, মদ্যপান ইত্যাদি থেকে বিরত থাকতে হয়।
  • কালো বা ছেঁড়া কাপড় পরা নয় – পূজার সময় পরিধানে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখা জরুরি।
  • তুলসীর অপমান নয় – তুলসীপাতা ভগবান কৃষ্ণের অতি প্রিয়, তাই তুলসীর অবমাননা করা উচিত নয়। এমনদিনে তুলসী পাতা ছেঁড়াও উচিত নয় বলা হয়।

বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।