Oceanography: নাক দেখেই চিনুন আপনার প্রিয় মানুষের চরিত্র কেমন? সমুদ্রশাস্ত্র যা বলছে…

Oceanography: ভারতীয় প্রাচীন শাস্ত্রসমূহে মুখাবয়ব দেখে ব্যক্তির চরিত্র, ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করার পদ্ধতি দীর্ঘকাল ধরে চর্চা হয়ে আসছে। তার মধ্যে সমুদ্রশাস্ত্র বিশেষভাবে মান্যতা পায়। এই শাস্ত্রে দেহের বিভিন্ন অঙ্গ, আকার ও গঠনের ভিত্তিতে ব্যাক্তিত্ব বিশ্লেষণ করে।

Oceanography: নাক দেখেই চিনুন আপনার প্রিয় মানুষের চরিত্র কেমন? সমুদ্রশাস্ত্র যা বলছে...

Jul 18, 2025 | 8:42 PM

ভারতীয় প্রাচীন শাস্ত্রসমূহে মুখাবয়ব দেখে ব্যক্তির চরিত্র, ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করার পদ্ধতি দীর্ঘকাল ধরে চর্চা হয়ে আসছে। তার মধ্যে সমুদ্রশাস্ত্র বিশেষভাবে মান্যতা পায়। এই শাস্ত্রে দেহের বিভিন্ন অঙ্গ, আকার ও গঠনের ভিত্তিতে ব্যাক্তিত্ব বিশ্লেষণ করে। যেমন ধরুন কেবল নাক দেখেই বলে দেওয়া সম্ভব সেই মানুষটি কেমন চরিত্রের? আপনার সঙ্গীর আসল চরিত্রটি কেমন? জেনে নিন কী বলছে সমুদ্রশাস্ত্র?

১. লম্বা ও সোজা নাক – এই ধরনের নাক যাঁদের থাকে, তাঁরা সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্ব দিতে পারদর্শী ও গম্ভীর প্রকৃতির হন। তাঁদের যুক্তিবোধ প্রখর এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনা বেশি থাকে।

২. ছোট ও গোল নাক – ছোট নাক যাঁদের তাঁরা সৃজনশীল, প্রাণবন্ত ও মিশুকে স্বভাবের হন। এঁরা সাধারণত শিল্প, সংগীত বা লেখালিখির সঙ্গে যুক্ত থাকলে সাফল্য পান। অত্যধিক আবেগপ্রবণতা সমস্যায় ফেলতে পারে।

৩. উঁচু নাক বা ‘হুকড’ নাক – এই ধরনের নাককে সমুদ্রশাস্ত্রে ‘ঈগল নাক’ বলা হয়। এঁরা খুব উচ্চাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল এবং নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তবে অহংকার বেড়ে গেলে পতন নিশ্চিত। তাই সাবধান।

৪. চওড়া নাক – যাঁদের নাক মোটা ও চওড়া, তাঁরা উদারমনস্ক হন, ধৈর্যশীল এবং দায়িত্ববান হন। পরিবার ও সমাজে এঁদের গ্রহণযোগ্যতা বেশি হয়। অর্থনৈতিকভাবেও স্থিতিশীল হয়ে ওঠেন।

৫. সরু ও বাঁকানো নাক – এই ধরনের নাক যাঁদের, তাঁরা কিছুটা কূটনীতিক হন। প্রখড় বুদ্ধিমান এবং চতুরতা এঁদের স্বভাবের মধ্যে থাকে। সমস্যা মোকাবিলায় চটপটে হলেও, কখনও কখনও আত্মকেন্দ্রিক হয়ে উঠতে পারেন।

৬. ফ্ল্যাট নাক বা চাপা নাক – সমুদ্রশাস্ত্র মতে, এঁরা সাধারণত শান্ত, অন্তর্মুখী ও সংবেদনশীল হন। সহজে আবেগে ভেসে যান, কিন্তু কাউকে ভালবাসলে নিজের তোয়াক্কা না করে সব কিছু উজার করে দিতে ভালবাসেন।

(বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।)