Samudra Shastra: পায়ের আঙুলই বলে দেবে জীবনসঙ্গীর আসল চরিত্র! কী ভাবে জানেন?

Jan 06, 2025 | 6:03 PM

Samudra Shastra: কোনও ব্যাক্তির পায়ের আঙুল বলে দিতে পারে বিয়ের পরে কী অপেক্ষা করছে আপনার জন্য? আপনিও কী ভবিষ্যত সমন্ধে উদগ্রীব?

Samudra Shastra: পায়ের আঙুলই বলে দেবে জীবনসঙ্গীর আসল চরিত্র! কী ভাবে জানেন?
Image Credit source: SrdjanPav

Follow Us

ভারতীয় জ্যোতিষের অত্যন্ত প্রাচীন একটা অংশ হল সমুদ্র শাস্ত্র। এই পদ্ধতিতে কোনও ব্যাক্তির দেহের নানা অঙ্গ দেখে সেই ব্যাক্তিটি সমন্ধে অনেক কথাই বলে দেওয়া যায়। এমনকি কোনও ব্যাক্তির চরিত্র এবং দাম্পত্যজীবন কেমন হবে তাও বলে দিতে পারে সমুদ্রশাস্ত্র। এই শাস্ত্র মতে কোনও ব্যাক্তির পায়ের আঙুল বলে দিতে পারে বিয়ের পরে কী অপেক্ষা করছে আপনার জন্য? আপনিও কী ভবিষ্যত সমন্ধে উদগ্রীব? দেখে নিন কেমন হবে আপনার বিবাহিত জীবন?

১। যদি প্রেমিক বা প্রেমিকার পায়ের তর্জনীর আঙুল অন্য সব আঙুলের থেকে বড় হয় তাহলে সংসার জীবনে সে সবার উপরে কর্তৃত্ব ফলাবেন। নেতৃত্ব দেওয়া তাঁদের সাধারণ স্বভাব।

২। কোনও মহিলা বা পুরুষের পায়ের মধ্যমা যদি বুড়ো আঙুল ও তর্জনীর চেয়ে বড় হয়, তবে তিনি তাঁর সঙ্গীর জন্য দুর্ভাগ্য ডেকে আনতে পারেন। সেই সঙ্গে আরও অনেকের দুশ্চিন্তার কারণ হন।

এই খবরটিও পড়ুন

৩। হাঁটার সময় পায়ের অনামিকা ও কনিষ্ঠা যদি মাটি না ছোঁয়, তা হলে সেই মহিলা বিয়ের পরেই স্বামীকে হারাতে পারেন। এই হারানো মানেই কিন্তু মৃত্যু নয়, বিচ্ছেদও হতে পারে। নানা কারণে সমাজ বা পরিবারে তাঁদের বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে। পারিবারিক কলহের স্বীকার হতে পারেন।

৪। কোনও পুরুষ বা মহিলার বাঁ পায়ের তর্জনী যদি বুড়ো আঙুলের দিকে বেঁকে থাকে বা বুড়ো আঙুল ঘেঁষে থাকে, তার মানে তিনি খুব বেশি আবেগপ্রবণ এবং নস্টালজিক হন। এঁরা খুব নরম মনের মানুষ হন।

৫। কোনও মহিলা বা পুরুষের পায়ের মধ্যমা ও অনামিকা যদি সমান হয়ে থাকে, তা হলে বিয়ের পর তিনি তাঁর সঙ্গীর অর্থনৈতিক অবনতির কারণ হবেন। সঙ্গীর সঙ্গে দাম্পত্য সমস্যা লেগেই থাকবে।

৬। কোনও মহিলার কনিষ্ঠার পিছনের দিকে, পায়ের তলায় যদি কড়া পড়ে, তা হলে বোঝায় বিয়ের পর পরই তার কাঁধে অনেক দায়িত্ব এসে পড়বে।

৭। কারও পায়ের কনিষ্ঠা যদি খুব ছোট হয়, তা হলে বুঝতে হবে, তাঁদের মানসিকতা শিশুসুলভ। তাঁরা সব সময় মজা করতে ভালবাসেন।

৮। কোনও পুরুষ বা মহিলার পায়ের তর্জনী ও মধ্যমার মাঝে যদি ফাঁক থাকে, তা হলে বোঝায় তিনি ইন্ট্রোভার্ট প্রকৃতির। এঁরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখেন।

৯। কোনও মহিলার পায়ের কনিষ্ঠার নখের দিক যদি সূচালো মতো হয়, তার মানে অনান্য সাধারণ মহিলার থেকে একটু আলাদা হয়।

Next Article