Vastu Shastra: ঠাকুরঘরে ধূপ-প্রদীপ জ্বালাতে রাখেন দেশলাই বাক্স, জানেন তা শুভ না অশুভ?

ঠাকুর ঘরে পুজো করার জন্য নানা উপকরণ রাখা হয়। এর মধ্যে থাকে প্রদীপ জ্বালানোর জন্য তেল, সলতে, ধূপকাঠি। আর থাকে দেশলাইও। এ ছাড়াও ধুনো এবং অন্যান্য জিনিসপত্রও থাকে।

Vastu Shastra: ঠাকুরঘরে ধূপ-প্রদীপ জ্বালাতে রাখেন দেশলাই বাক্স, জানেন তা শুভ না অশুভ?
Vastu Shastra: ঠাকুরঘরে ধূপ-প্রদীপ জ্বালাতে রাখেন দেশলাই বাক্স, জানেন তা শুভ না অশুভ?Image Credit source: Getty Images

Apr 20, 2025 | 4:55 PM

হিন্দু ধর্মে পূজার বিভিন্ন নিয়ম রয়েছে। বাস্তুশাস্ত্র মতে শুধু মন্দিরে বা উপাসনাস্থলেই নয়, বাড়িতেও পুজোর ঘরের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। তা হলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি উপচে পড়ে। সকলের বাড়িতেই দেব-দেবীর আরাধনার জন্য একটি বিশেষ স্থান রয়েছে। যাকে পুজোর ঘর বা মন্দির বা ঠাকুরঘর বলা হয়। পুজোর ঘরে নিয়মিত সকল দেব-দেবীর পূজা হয়। এই স্থানকে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। তাই এই পবিত্র স্থানে বেশ কিছু জিনিস রাখা শুভ নয় বলা হয়।

ঠাকুর ঘরে পুজো করার জন্য নানা উপকরণ রাখা হয়। এর মধ্যে থাকে প্রদীপ জ্বালানোর জন্য তেল, সলতে, ধূপকাঠি। আর থাকে দেশলাইও। এ ছাড়াও ধুনো এবং অন্যান্য জিনিসপত্রও থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির ঠাকুরঘরে দেশলাই বাক্স রাখা মোটেও ঠিক নয়। এটি অত্যন্ত অশুভ বলে গণ্য হয়।

বাড়ির পুজোর ঘরে দেশলাই বাক্স রাখলে কী হয়? বাস্তুশাস্ত্র মতে, বাড়ির পুজোর ঘর অর্থাৎ ঠাকুরঘরে দেশলাই বাক্স রাখলে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। পুজোর ঘর যেহেতু বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসেবে ধরা হয়, তাই পবিত্র স্থানে দাহ্য পদার্থ রাখা ঠিক নয়। এটি অশুভ বলে বিবেচিত হয়। তবে শুধু দেশলাই বাক্সই নয়, পুজোর ঘরে লাইটারও রাখা উচিত নয়। পুজো করার পর দেশলাই বা লাইটার ঠাকুর ঘর থেকে বের করে দিতে হবে। বাস্তুশাস্ত্র মতে পুজোর ঘরে দেশলাই, লাইটার রাখলে দাম্পত্য জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে।