
Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আশীর্বাদের বৃষ্টি হবে এই ৫ রাশির জাতক-জাতিকার জীবনেImage Credit source: ThinkNeo/DigitalVision Vectors/Getty Images and Pinterest
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে হয় অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়াকে খুবই শুভ বলে ধরা হয়। এ বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল। লক্ষ্মী নারায়ণ রাজযোগ, গজকেশরী যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ সহ একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে এ বার। বিশ্বাস করা হয়, এমন দিনে নতুন কাজ শুরু করলে ভালো ফল মেলে। ব্যবসা, চাকরি, বিয়ের মতো শুভ কাজের জন্যও এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্ম অনুযায়ী বিশ্বাস করা হয় যে, এই দিনে সোনা ও রুপোর জিনিসপত্র কেনা শুভ। কারণ, অক্ষয় তৃতীয়ার দিন কিছু কিনলে তা কখনও শেষ হয় না। এ বছর অক্ষয় তৃতীয়ায় বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের কপাল খুলবে।
এক ঝলকে দেখে নিন এ বছরের অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলে যাবে —
- কর্কট – অক্ষয় তৃতীয়ার দিন এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব বিশেষ। নতুন চাকরির পথ সুগম হবে। সাফল্য ধরা দেবে। অটোমোবাইল, সোনা-রুপো, রিয়েল এস্টেটে বিনিয়োগ করা ব্যক্তিদের আর্থিক লাভ হবে।
- বৃষ – এই রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক লাভ হবে। কেরিয়ারে বড় পরিবর্তনের সুযোগ আসবে। যারা চাকরি করেন, তাদের জীবনে বড় পদোন্নতির সম্ভবনাও রয়েছে। বিনিয়োগ করা থাকলে, রিটার্ন ভালো পাবেন।
- তুলা – অক্ষয় তৃতীয়ার দিন তুলা রাশির জাতক-জাতিকাদের ধন-সম্পদ প্রাপ্তির বিশেষ যোগ তৈরি হবে। অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাওয়া যাবে। নতুন যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে। বকেয়া টাকা পেয়ে যাবেন। সৌন্দর্য বৃদ্ধি পাবে।
- কুম্ভ – এ বছরের অক্ষয় তৃতীয়ার দিন এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। চাকরিতে পদোন্নতি হতে পারে। নতুন ব্যবসা, নতুন প্রকল্প চালু করার জন্য দিনটি শুভ। কাঙ্খিত সাফল্য ধরা দেবে। বকেয়া টাকা পেয়ে যেতে পারেন।
- মকর -অক্ষয় তৃতীয়ার দিন মকর রাশির জাতক-জাতিকাদের আর্থিক অগ্রগতি হওয়ার সম্ভবনা রয়েছে। মা লক্ষ্মীর পাশাপাশি এই রাশির ব্যক্তিরা এমন দিনে শনিদেবের আশীর্বাদও পাবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টা ভালো। আয়ের বিকল্প পথ খুলে যাবে।