Akshaya Tritiya 2025: সোনা-রুপো নয়, অক্ষয় তৃতীয়ায় অল্প দামের এই জিনিসেই দেবী লক্ষ্মী হবেন সন্তুষ্ট

Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু জিনিস রয়েছে, যা কিনলে লক্ষ্মীলাভ হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত অল্প দামের এক জিনিস কিনলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। জানেন সেটি কী?

Akshaya Tritiya 2025: সোনা-রুপো নয়, অক্ষয় তৃতীয়ায় অল্প দামের এই জিনিসেই দেবী লক্ষ্মী হবেন সন্তুষ্ট
সোনা-রুপো ছাড়া অক্ষয় তৃতীয়ায় অল্প দামের এক জিনিস কিনতে পারেনImage Credit source: Uma Shankar sharma/Moment/ThinkNeo/DigitalVision Vectors/Getty Images

Apr 26, 2025 | 10:20 AM

আর কয়েকটা দিন পর অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। এ বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল। এই দিনটি হিন্দু ধর্মে ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ধুমধাম করে, নিয়ম মেনে এই দিনটি অনেকে পালন করেন। এ দিন ঘরে ঘরে লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়। এ ছাড়া এই দিনে পালিত হয় পরশুরাম জয়ন্তীও। অক্ষয় তৃতীয়ার দিন কমবেশি কোনা ও রুপোর গয়না বা জিনিস কেনার চল রয়েছে। বহু পুরনো এই প্রথা। এই মূল্যবৃদ্ধির সময় সকলের পক্ষে সোনা, রুপো কেনা সহজ নয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু জিনিস রয়েছে, যা কিনলে লক্ষ্মীলাভ হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত অল্প দামের এক জিনিস কিনলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। জানেন সেটি কী?

বর্তমানে সোনা-রুপোর গয়নার দাম আকাশছোঁয়া। ফলে অক্ষয় তৃতীয়ার দিন ইচ্ছে থাকলেও অনেকের পকেট সঙ্গ দেয় না সোনা-রুপো কেনার জন্য। সারা দেশের নানা প্রান্তে অক্ষয় তৃতীয়ার দিন সোনা-রুপো কেনার হিড়িক পড়ে। কিন্তু যারা এ দিন সোনা-রুপো কিনতে পারবেন না, তারা লবণ কিনতে পারেন। কি এ কথা শুনে হাসি পাচ্ছে? অনেকের বিশ্বাস অক্ষয় তৃতীয়ার দিন লবণ কেনা ভালো। এই দিন নুন কিনলে এবং দান করলে জীবনের সকল কষ্ট দূর হয়। যে ব্যক্তি এ কাজ করেন, তিনি সকল সমস্যা থেকে মুক্তি পান। এও বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় লবণ দান করলে পূর্বপুরুষদের আশার্বাদ পাওয়া যায়।

শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিন সমুদ্র লবণ বা রক সল্ট বা সন্দক লবণ কেনা শুভ বলা হয়। এই দিনে লবণ কেনা হলে সুখ, শান্তি ও সম্পদ লাভের পথ খোলে। সন্দক লবণের দাম বেশি নয়। ফলে অক্ষয় তৃতীয়ার দিন সোনা-রুপো যারা কিনতে পারেন না, তারা অনেক সময় সন্দক লবণ কেনেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সন্দক লবণ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। আর শুক্র গ্রহের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। তাই বলা হয়, অক্ষয় তৃতীয়ার দিন সন্দক লবণ কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।