
বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনও বাড়ির প্রতিটি কর্নার বিশেষ গুরুত্বপূর্ণ। কোনদিকে রান্নাঘর করা ভাল, কোনদিকে বাড়ির ডাস্টবিন থেকে শুরু করে ঝাড়ু রাখা ভাল, সব কিছু উল্লেখ রয়েছে। বাড়ির নানা স্থানের গুরুত্বের কথা বাস্তুশাস্ত্রে বার বার বলা হয়। এ ছাড়া যে কোনও বাড়িতে বসবাসকারী মানুষের বেশকিছু এমন কার্যকলাপ রয়েছে, যা বাস্তুর সঙ্গে সম্পর্কিত। যদি আরও ভাল করে বলা যায়, তা হলে মানুষের বেশকিছু অভ্যাস বাস্তু দোষ বা বাস্তুতে ত্রুটির বড় কারণ হতে পারে। স্নানের সময় বা পরে এমন কিছু কাজ রয়েছে, যা করলে জীবন বদলে যেতে পারে।
আমরা প্রায়শই দৈনন্দিন জীবনে এমন বেশ কিছু কাজ নিজেদের অজান্তেই করে ফেলি, যেগুলো বাস্তু ত্রুটি বা বাস্তু দোষের অন্যতম কারণ হয়ে উঠতে পারে। স্নানের সঙ্গে বাস্তুর এক বিশেষ যোগ রয়েছে। এ কথা শুনে যে কারও অবাক লাগতে পারে। কিন্তু এটাই সত্যি। প্রচুর মানুষ এমন রয়েছেন, যাঁরা স্নানের শেষে বাথরুমে চুল পড়ে থাকা অবস্থায় সেখান থেকে বেরিয়ে যান।
এ বার অনেকেই বলতে পারেন, তাতে আর এমন দোষের কী আছে। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, এখানেই অনেকে করে ফেলেন ভুল। আসলে স্নান করার সময় চুল পড়া স্বাভাবিক। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, বাথরুমে ওইরকম ভাবে চুল ফেলে বেরিয়ে যাওয়া অশুভ বলে বিবেচিত হয়। অনেকের বিশ্বাস যে, স্নান শেষে বাথরুমে চুল পড়ে থাকলে শনি এবং মঙ্গল গ্রহ বেশ ক্ষুব্ধ হয়। বিষয়টা আবার এখানেই শেষ নয়। আর্থিক যোগও রয়েছে।
স্নানের শেষে কোনও ব্যক্তি যদি তাঁর পড়ে যাওয়া চুল বাথরুমে ফেলে রেখে বেরিয়ে যান, তা হলে সেই ব্যক্তি অর্থকষ্ট ভোগ করেন। পাশাপাশি এমন ব্যক্তিদের কেরিয়ারেও খারাপ প্রভাব পড়তে পারে। যে কারণে স্নানের শেষে যদি চুল বাথরুমে পড়ে থাকে, তা হলে সেটি ডাস্টবিনে ফেলা উচিত বা জল দিয়ে বাথরুম থেকে বের করে দেওয়া উচিত।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।