
মাসের শুরুটা ভালো কাটলেও মাসের মধ্যভাগ থেকেই পকেট খালি হতে থাকে। মাসের শেষে হাতে একটি টাকাও থাকে না। ধারদেনা করে কোনওরকমে সংসার টানতে হয়। এমনটা যদি প্রতি মাসেই হয়ে থাকে, তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ এই সমস্যাগুলির সমাধান আজ থেকেই শুরু না করলে বিপদ সম্মুখে। এমন পরিস্থিতি যদি কাটাতে চান, তাহলে প্রাচীনকাল থেকে চলে আসা প্রতিকারগুলি মেনে চলতে পারেন। কী কী কৌশল অবলম্বন করতে পারেন, তা জেনে নিন এখানে…
সম্পদ বৃদ্ধি করতে
গমের আটা বাড়িতে সবসময় মজুত থাকে। গমের আটা তৈরির করার সময় দুটি দানা জাফরান ও ১১টি তুলসী পাতা পিষে মিশিয়ে নিন।এমনটা করা হলে শুধু ধন-সম্পদই বৃদ্ধি পাবে তাই নয়, সেই সঙ্গে ঘরে শান্তি বজায় থাকবে।
অর্থ ও আশীর্বাদ সঞ্চয়
কঠোর পরিশ্রমের পরেও অর্থ আয় ও সঞ্চয় করা সম্ভব না হয় বা হাতে আসার সঙ্গে সঙ্গেই অর্থ জলের মতো বেরিয়ে গেলে যে কোনও মঙ্গলবার লাল চন্দন, লাল গোলাপ কিনে নেওয়া উচিত। ফুল ও রোলি, তিনটি জিনিস লাল রঙের কাপড়ে বেঁধে এক সপ্তাহ মন্দিরে রাখুন। ঘরে প্রতিদিন ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই বান্ডিলটি বাড়িতে বা দোকানে এক সপ্তাহ পরে রাখেন তাহলে অর্থ সাশ্রয় শুরু হবে। ঠিক ৪৩ দিন পরে, এই বান্ডিলটি নদীর জলে ডুবিয়ে দিন। ঈশ্বর যা করেন, তা ভালোর জন্যই করেন।