Astro Tips: সকাল থেকেই হাতের তালু চুলকে যাচ্ছে? অর্থপ্রাপ্তি না চরম ক্ষতি, সত্যিটা জানুন

Itching in Hands: শকুন শাস্ত্র হল জ্যোতিষশাস্ত্রের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই শাস্ত্রে মানুষের অনেক অজানা ও অচেনা রহস্যের কথা উল্লেখ রয়েছে, যা ভবিষ্যতের ঘটনার পূর্ব ইঙ্গিত দেয়। শকুন শাস্ত্র অনুসারে, হাত বা তালুতে চুলকানি অর্থ সংক্রান্ত একটি বিশেষ লক্ষণ।

Astro Tips: সকাল থেকেই হাতের তালু চুলকে যাচ্ছে? অর্থপ্রাপ্তি না চরম ক্ষতি, সত্যিটা জানুন

| Edited By: দীপ্তা দাস

Nov 02, 2023 | 9:30 AM

কোনও কারণ ছাড়াই অনেক সময় হাত ও পা চুলকাতে থাকে। শুধু তাই নয়, হাতের তালুতে পর্যন্ত চুলকানি দেখা যায়। হাত ও পায়ে চুলকানি নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। তার মধ্যে অন্যতম হল, হাতের তালু চুলকালে পকেটে আসবে অনেক টাকা। ঘুচে যাবে অর্থকষ্টও। শকুন শাস্ত্রে এমন লক্ষণের কথা উল্লেখ রয়েছে। তাতে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। শকুন শাস্ত্র হল জ্যোতিষশাস্ত্রের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই শাস্ত্রে মানুষের অনেক অজানা ও অচেনা রহস্যের কথা উল্লেখ রয়েছে, যা ভবিষ্যতের ঘটনার পূর্ব ইঙ্গিত দেয়। শকুন শাস্ত্র অনুসারে, হাত বা তালুতে চুলকানি অর্থ সংক্রান্ত একটি বিশেষ লক্ষণ। অর্থপ্রাপ্তি না চরম অর্ত ক্ষতির সঙ্গে হাতে চুলকানির সম্পর্ক কী এবং কোন হাতে চুলকানির ফলে আর্থিক লাভ হয়, তা জেনে নিন এখানে…

ডান হাতে চুলকানি কীসের লক্ষণ?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শরীরের ডান হাত বা ডান দিকে ক্রমাগত চুলকানি একটি অশুভ লক্ষণ। শকুন শাস্ত্রের মতে, এর অর্থ হল ভবিষ্যতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। নাহলে চরম আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। অনেকে কুসংস্কার হিসেবে দেখলে, এড়িয়ে না যাওয়াই উচিত। হওযা উচিত সতর্কও। তবে পুরুষদের ডান হাতে চুলকালে তা ভালো লক্ষণ বলে মনে করা হয়। ভবিষ্যতে আর্থিক সুবিধা পেতে পারেন ওই ব্যক্তি।

বাম হাত চুলকালে কী কী হতে পারে?

শকুন শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির বাম হাতের তালু বা বাম হাত ঘন ঘন চুলকালে তা শুভ বলে বিবেচিত হয়। এর মানে হল আগামীকাল বা ভবিষ্যতে প্রচুর অর্থ লাভ করতে চলেছেন। এবাম হাত বা তালু চুলকালে শীঘ্রই অর্থ সংক্রান্ত সুখবর পেতে পারেন। অন্যদিকে, যদি কোনও পুরুষের বাম হাতে চুলকানি হয় তাহলে চরম অর্থের ক্ষতি হওয়ার লক্ষণ। তাই এমনটা হলে সাবধান হোন আগে থেকেই। আর্থিক বিষয়ে সাবধান হলে বিপদ এড়ানো সম্ভব হতে পারে।