Pitru Paksha 2023: মহালয়ার আগে কোন কোন কাজ করা নিষিদ্ধ? জানুন সঠিক নিয়ম

Hindu Rules: অনেকের বিশ্বাসে, চুল বা নখ কাটা একটি স্বাভাবিক ঘটনা হলেও এটি শৌখিনতা বা সাজসজ্জার একটি অঙ্গ বলে ধরা হয়। তাই এই কাজগুলি পিতৃপক্ষের সময় চুল কাটা নিষিদ্ধ। মনে করা হয়, পিতৃপক্ষের আগে পূর্ণিমার দিন চুল বা নখ কাটা যেতে পারে।

Pitru Paksha 2023: মহালয়ার আগে কোন কোন কাজ করা নিষিদ্ধ? জানুন সঠিক নিয়ম

| Edited By: দীপ্তা দাস

Sep 27, 2023 | 5:17 PM

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, এবছর মহালয়া বা পিতৃপক্ষ পালিত হবে ২৯ সেপ্টেম্বর। দিনটি পড়েছে শুক্রবার থেকে। এই পক্ষ চলবে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। অর্থাৎ দুর্গা পুজোর আগে ঠিক ১৭দিন ধরে  পূর্বপুরুষদের শ্রাদ্ধ , তর্পণ ও পিণ্ডদান করার মতো কাজগুলি করা হয়ে থাকে। প্রতি বছর পিতৃপক্ষ ভাদ্রপদ মাসের পূর্ণিমা দিন থেকে শুরু হয়ে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত পালিত হয়। সাধারণত, শাস্ত্রমতে পিতৃপক্ষকে শ্রাদ্ধ বা মহালয়াও বলা হয়। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরর্বতী অমাবস্যা র্পযন্ত সময়কালকে পিতৃপক্ষ বলা হয়।

পুরাণে উল্লেখ রয়েছে, দেবীপক্ষের সূচনাকালকে মহালয়া বলা হয়। এদিন ব্রহ্মার নির্দেশে পতিৃপুরুষরা এই ১৫ দিন পরিবারের সদস্যদের খুব কাছাকাছি চলে আসেন। তাই এই সময় তাঁদের উদ্দেশ্যে বেশ কিছু অর্পণ করা হলে তাঁরা আশীর্বাদ প্রদান করেন ও পরিবারের কাছাকাছি চলে আসেন। শ্রাদ্ধ বা তর্পণ করা হলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় বলে মনে করা হয়। পিতৃপক্ষে শ্রাদ্ধে এমন অনেক কাজ রয়েছে যেগুলি করা একেবারেই উচিত নয়। সেগুলি কী কী, তা জেনে নিন এখনই…

সঠিক নিয়ম

পিতৃপক্ষের সময় অনেকেই চুল, দাড়ি, গোঁফ বা নখ কাটা থেকে বিরত থাকেন। বর্তমানে অনেকেই এই সময় চুল বা দাড়ি কাটেন না, সে যতই বয়স হোক না কেন। শাস্ত্রে বলা রয়েছে যে ব্যক্তি পিতৃকর্ম করেন, অর্থাৎ শ্রাদ্ধপক্ষে প্রতিদিন পূর্বপুরুষদের নৈবেদ্য নিবেদন করেন ও শ্রাদ্ধ তিথির দিন শ্রাদ্ধকর্ম করেন, তাদের চুল, দাড়ি, গোঁফ বা নখ কাটা থেকে বিরত থাকা উচিত। অন্যরা চুল, দাড়ি, গোঁফ বা নখ কাটতে পারেন।

তিন ঋণ

অনেকের বিশ্বাসে, চুল বা নখ কাটা একটি স্বাভাবিক ঘটনা হলেও এটি শৌখিনতা বা সাজসজ্জার একটি অঙ্গ বলে ধরা হয়। তাই এই কাজগুলি পিতৃপক্ষের সময় চুল কাটা নিষিদ্ধ। মনে করা হয়, পিতৃপক্ষের আগে পূর্ণিমার দিন চুল বা নখ কাটা যেতে পারে। কারণ পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের স্মরণ করে পুণ্যময় জীবন যাপনের একটি সময়কাল। তাই নখ ও চুল কাটা উচিত নয় বলে মানা হয়।  কারণ প্রতিটি মানুষের উপর তিন  ধরনের ঋণ থাকে, প্রথমটি হল ঈশ্বরের ঋণ, দ্বিতীয়টি হল ঋষির ঋণ আর তৃতীয়টি  হল পূর্বপুরুষের ঋণ।

কোন কোন কাজ করা একেবারেই নিষিদ্ধ

পিতৃপক্ষের সময় চুল, দাড়ি, গোঁফ বা নখ কাটা ছাড়াও আরও বেশ কিছু কাজ রয়েছে যা নিষিদ্ধ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে ব্রহ্মচর্য উপবাস পালন করা উচিত। পিতৃপক্ষের সময় রসুন, পেঁয়াজ, মাংস, মদ ইত্যাদির মতো তামসিক জিনিস খাওয়া উচিত নয়। এই সময় বাসি খাবার খাওয়াও উচিত নয়। এছাড়া এই সময়কালে কখনও কোনও শুভ কাজ করা উচিত নয়।