Bhai Phota 2023: ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় এই ভুলগুলি করলেই বিপদ! ভাইয়ের কথা ভেবে জানুন সঠিক পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 03, 2023 | 11:44 AM

Bhai Phota Rules: প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার দিনে পালিত হয় ভাইফোঁটা। সেদিন বাঙালির ঘরে ঘরে শঙ্খ বাজিয়ে, পাখা দিয়ে হাওয়া করে, মিষ্টি মুখ করিয়ে ভাইেয়র কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়। সঙ্গে উপহারের ডালি তো রয়েছেই।

Bhai Phota 2023: ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় এই ভুলগুলি করলেই বিপদ! ভাইয়ের কথা ভেবে জানুন সঠিক পদ্ধতি

Follow Us

হিন্দুধর্ম অনুসারে, পুরাণ মতে, শ্রীকৃষ্ণ ও সুভদ্রার ভাইফোঁটার ঘটনার পর থেকেই শুরু হয় আজকের ভাইফোঁটা। পৌরাণিক কাহিনিকে স্মরণ করে মর্ত্যবাসী ভাই-বোনের অটুট ও পবিত্র সম্পর্ককে আরও দৃঢ় করতে এই উত্‍সব প্রতিবছর পালন করেন। এই আনন্দ উত্‍সব হল ভাই-বোনের ভালবাসা ও সুরক্ষার প্রতীক। ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য কপালে চন্দনের তিলক কেটে , মিষ্টিমুখ করে ভাইফোঁটা পালন করা হয়। যমের দুয়ার থেকে ভাইকে রক্ষা করার জন্যই এই আনন্দ ও পবিত্র উত্‍সব।

আসলে ভাইফোঁটার সময় যমরাজেরও পুজো করা হয়। এবছর দুদিন ধরে পালিত হবে বাঙালির অন্তরের এই উত্‍সব। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার দিনে পালিত হয় ভাইফোঁটা। সেদিন বাঙালির ঘরে ঘরে শঙ্খ বাজিয়ে, পাখা দিয়ে হাওয়া করে, মিষ্টি মুখ করিয়ে ভাইেয়র কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়। সঙ্গে উপহারের ডালি তো রয়েছেই।

ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সঠিক পদ্ধতি

এদিন ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আগে পুজোর থালি সুন্দর করে সাজিয়ে নিন। সিঁদুর, চন্দন, ফল, ফুল, মিষ্টি, নারকেল, দুর্বার দিনে প্লেটে সাজিয়ে রাখা হয়। এই থালি নিয়ে বাড়ির অধিষ্ঠিত ঈশ্বরের কাছে পুজো করা খুব শুভ। বিভিন্ন রকমের ফুল, ধান, দুর্বা ঘাস, তিলক, শঙ্খ, প্রদীপ দিয়ে সাজিয়ে রাখুন। পাশাপাশি থালা সাজিয়ে বাটি ভরে পায়েস, মিষ্টি, ভাইফোঁটার মিষ্টি, লুচি সাজিয়ে ভাইদের হাতে বোনেদের তুলে দিতে হয়।

বোনেরা সকাল-সকাল শিশির ধরার জন্য কাপড় দিয়ে শিশির ভেজা ঘাস থেকে শিশির জোগাড় করে থাকেন। তবে বর্তমানে এই রীতি প্রায় উধাও। কারণ শিশির ভেজা ঘাস এখন চোখে দেখা ভার। এরপর স্নান সেরে সুন্দর ও নতুন কাপড় পড়ে ভাইফোঁটার সব সামগ্রী সাজিয়ে রাখা উচিত।

এবার ভাইয়ের মাথায় বাঁ হাত দিয়ে তিনবার ধান-দুব্বো দিয়ে আশীর্বাদ করতে হয়। তারপর হাতের কড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে তিনবার চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটার মন্ত্র উচ্চারণ করুন। ফোঁটা দেওয়া হলে ভাইয়ে টাকা বা পছন্দের উপহার দিতে পারেন।

Next Article