Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandra Effects: দিন দিন বাড়ছে মানসিক যন্ত্রণা! কীভাবে বুঝবেন আপনি চন্দ্রদেবের কুনজরে পড়েছেন?

Astrology: হিন্দুধর্ম মতে, চন্দ্রদেবকে সূর্যদেবতার প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করা হয়। শুধু তাই নয়, চন্দ্রদেবতা সর্বদা সূর্যদেবের বিপরীত লিঙ্গ হিসেবেও বর্ণনা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, চাঁদ আড়াই দিনে যেকোনও রাশি অতিক্রম করে থাকে। আবার ২৪ ঘন্টার মধ্যে একটি রাশি অতিক্রম করার পরে অন্য একটি নক্ষত্রমন্ডলে প্রবেশ করে।

Chandra Effects: দিন দিন বাড়ছে মানসিক যন্ত্রণা! কীভাবে বুঝবেন আপনি চন্দ্রদেবের কুনজরে পড়েছেন?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 10:10 AM

প্রথা অনুযায়ী মাটির তৈরি চন্দ্রদেবের পুজো খুব বেশি চোখে পড়ে না। তবে চন্দ্রদেবের গুরুত্ব কিন্তু হিন্দুধর্মে কম নয়। অনেক পুরাণেই চাঁদকে দেবতা জ্ঞানে পুজো করাহয়। ভারতীয় পুরাণ মতে, চাঁদ হলেন অত্রির পুত্র ও সপ্তবিংশতী নক্ষত্রের স্বামী। তিনি আবার বুধ গ্রহের পিতা আবার দক্ষের জামাতা। হিন্দুধর্ম মতে, চন্দ্রদেবকে সূর্যদেবতার প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করা হয়। শুধু তাই নয়, চন্দ্রদেবতা সর্বদা সূর্যদেবের বিপরীত লিঙ্গ হিসেবেও বর্ণনা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, চাঁদ আড়াই দিনে যেকোনও রাশি অতিক্রম করে থাকে। আবার ২৪ ঘন্টার মধ্যে একটি রাশি অতিক্রম করার পরে অন্য একটি নক্ষত্রমন্ডলে প্রবেশ করে। সূর্যের মতো, এর গতি সর্বদা সোজা বা সমান্তরাল থাকে।

সূর্যের মতোই নয়টি গ্রহের মধ্যে চন্দ্রদেবতার একটি বিশিষ্ট স্থান রয়েছে। চন্দ্রের প্রভাবে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে দায়ী। প্রতিটি গ্রহ-নক্ষত্রের মতো চন্দ্রদেবও রাশি বদল করেন। এমনকি রাশি অনুযআয়ী চন্দ্রদেবতা বেশ কিছু রাশির উপরও শক্তিশালী অবস্থানে বিরাজ করে থাকে। সূর্যের মতো, এর গতি সর্বদা সরাসরি থাকে। অন্যান্য গ্রহের মতো চন্দ্রদেবতা কখনওই বিপরীত দিকে গমন করে না।

চন্দ্র কীভাবে রাশিফলকে প্রভাবিত করে?

১. জন্মকুণ্ডলীতে যেমন আরোহণ গুরুত্বপূর্ণ, চন্দ্রও তেমনি গুরুত্বপূর্ণ। চাঁদের সৌন্দর্য নিয়ে বিশ্বের বহু কবি অনেক গান ও কবিতা রচনা করেছেন। চাঁদের প্রভাবে নারী সৌন্দর্য বৃদ্ধি  ও গর্ভধারণের অন্যতম প্রতীক বলে মনে করা হয়। কোনও দম্পতি সন্তানের জন্মের বিষয়ে তথ্য পেতে চান, তখন প্রথমে স্বামী নয়, স্ত্রীর জন্মের চন্দ্রের অবস্থান অধ্যয়ন করা উচিত।

২. যে কোনও ব্যক্তির বুদ্ধিমত্তা মূল্যায়ন করা হয় রাশিফলের পঞ্চম স্থান দেখে। তবে মানসিক অবস্থা  বিচার করা হয় শুধুমাত্র চন্দ্রের ঘরের অবস্থানের ভিত্তিতে। যখনই কোনও ব্যক্তি রাশিফল ​​ছাড়াই কোনও প্রশ্ন নিয়ে জানতে চান, সেখানে আগে চাঁদের অবস্থান করা জরুরি। তাতেি মানসিক স্থিতির বিচার করা সহজ হয়ে যায়। মানসিক অবস্থা চন্দ্রের অবস্থানের ভিত্তিতে অনুমান করা হয়।

৩. জ্যোতিষশাস্ত্র অনুসারে, চাঁদ শক্তিশালী হয়ে ওঠলে জাতকদের বেশি প্রভাবিত করে। চন্দ্র নিজেই আরোহণের অধিপতি হয়ে আরোহণকে প্রভাবিত করতে পারে। তৃতীয় অবস্থানে, যদি চন্দ্র রাশিফলের সমস্ত গ্রহের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে তাহলে সেই ব্যক্তিকে চন্দ্রের প্রভাবশালী বলা হয়। তাতে ব্যক্তির মানসিক অবস্থা খুবই ভালো, স্বভাব শান্ত ও কথাবার্তা মাধুর্য তৈরি হয়।