নাম মানুষের পরিচয়। আবার নাম বলে দেবে একজন মানুষের চরিত্র কেমন। জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে সেই কথাই। ‘নেম অ্যাস্ট্রোলজি’ বলছে নাম দেখলেই কোনও ব্যক্তির চরিত্র এবং মানসিকতা সম্পর্কে অনেক কিছুই বলা যায়। স্কুল কলেজে অনেক জায়গায় অ্যালফাবেটিক্যালি রোল নম্বর সাজানো হয়। অ্যালফাবেটের প্রথম অক্ষরটি হল, ‘A’। জানেন, ‘A’ যাঁদের নামের আদ্যাক্ষর, তাঁরা কেমন মানুষ? কী বলছে জ্যোতিষশাস্ত্র?
জ্যোতিষশাস্ত্র মতে A অত্যন্ত শক্তিশালী বর্ণ। A দিয়ে যাঁদের নাম শুরু, তাঁরা গোটা পৃথিবীতে সাড়া জাগানোর ক্ষমতা রাখেন। জ্যোতিষশাস্ত্র বলছে এঁরা সাধারণত প্রভাবশালী ও সাহসী।
জ্যোতিষশাস্ত্র বলছে এই ব্যক্তিরা যে কোনও বিষয়ে এগিয়ে এসে দায়িত্ব নিতে পছন্দ করেন। তবে নিয়মের বেড়াজালে এঁদের বাধা কঠিন। অন্যের তৈরি নিয়ম মানতে ভালবাসেন না। নিজেদের পথ নিজেরাই গড়ে নেন। নিজের মতো করে সকলকে পরিচালনা করতে ভালবাসেন। এই নামের ব্যক্তিরা সহজে বিচলিত হয় না। নিজেদের আত্মবিশ্বাসের জোর অনেক বেশি হয়।
A দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁরা সাধারণত হাসি-মজার মধ্যে থাকতে ভালবাসেন। সকলকে নিয়ে চলতে পারেন। তবে নিজের দুঃখ কষ্ট অন্যকে বেশি বলতে পারেন না। চাপা স্বভাবের হয় এঁরা।
A দিয়ে যাদের নাম শুরু হয়, জ্যোতিষশাস্ত্র মতে তাঁদের কিছু নেতিবাচক দিকও আছে। অনেক সময় এই ব্যক্তিরা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগেন। যা তাঁদের ক্ষতির কারণ দাঁড়ায়। অনেক সময় আত্মকেন্দ্রিক হয়ে পড়ে।
জ্যোতিষশাস্ত্র বলছে আপনার নাম যদি A দিয়ে শুরু হয়, তাহলে যে পেশায় গেলে আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন, এমন পেশাই আপনার বেছে নেওয়া উচিত। উদ্যোগপতি, শিক্ষক বা গবেষকের পেশা বেছে নিলে উন্নতির শিখরে পৌঁছতে পারেন।