AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতে কাক এলে কীসের সংকেত জানেন?

মানুষের মনে অনেক প্রশ্ন। রাতে নখ কাটা উচিত নয় কেন? কেন সন্ধ্যের সময় ঘর পরিষ্কার করা উচিত কি? চন্দ্রগ্রহণের সময় কেন খাওয়া উচিত নয়? এসবই শাস্ত্রে উল্লেখ রয়েছে। তেমনি বাড়িতে কাক এলে কী ধরনের সংকেত দেয়?

বাড়িতে কাক এলে কীসের সংকেত জানেন?
| Edited By: | Updated on: Apr 09, 2025 | 4:27 PM
Share

গাছের ডালে, বাড়ির ছাদে বা পাঁচিলে কিংবা কার্নিশে অথবা জানলা-দরজায় কাক বসে থাকতে দেখা যায়। কলকাতার বুকে কাকের সংখ্যা কমে গেলেও হিন্দুশাস্ত্রে কাকের গুরুত্ব কখনও কমে যায়নি। জ্যোতিষশাস্ত্র মতে, বাড়িতে যদি কাক ক্রমাগত ডেকে যায় বা, ঘন ঘন বাড়িতে কাক বসতে দেখা যায়, তাহলে বুঝতে হবে পরিবারের জন্য কোনও বার্তা আসতে চলেছে। বাড়িতে কাকের আগমন অনেক ইঙ্গিত দেয়। কখনো শুভ আবার কখনও অশুভ। আবার কখনও কখনও জীবনে মিশ্র প্রভাব পড়তে পারে। মানুষের মনে অনেক প্রশ্ন। রাতে নখ কাটা উচিত নয় কেন? কেন সন্ধ্যের সময় ঘর পরিষ্কার করা উচিত কি? চন্দ্রগ্রহণের সময় কেন খাওয়া উচিত নয়? এসবই শাস্ত্রে উল্লেখ রয়েছে। তেমনি বাড়িতে কাক এলে কী ধরনের সংকেত দেয়?

জ্যোতিষীরা বলেন, যাত্রায় যাওয়ার সময় যদি একটি কাক তারস্বরে চিৎকার করে ঘরে ঢুকে পড়ে, তার অর্থ হল আপনার যাত্রা সফল হবেই হবে। এছাড়াও জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে।তাতে আপনার জন্য ভালো।

যদি সকালে বাড়ির উত্তর বা পূর্ব দিকে একটি কাক উড়ে যায়, তাহলে বাড়িতে অতিথির আগমন হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গেও দেখা হতে পারে। তাই এটা ভালো লক্ষণ হতে পারে।

জ্যোতিষীর মতে, চাকরির ইন্টারভিউ বা কোনও শুভ কাজের জন্য যাচ্ছেন, সেই সময় কাক পশ্চিম দিকে উড়ে গেলে সাফল্যের লক্ষণ। বছরের পর বছর আটকে থাকা কাজও শেষ হয়ে যাবে।

বাড়িতে প্রচুর কাক জড়ো হয়ে চিৎকার করতে শুরু করে, তাহলে সতর্ক হওয়া উচিত। কারণ এমন কাক ডাকলে জীবনে অশনিসঙ্কেত দেখা যেতে পারে। এমন অবস্থায় কোনও বড় সংকট বা বিপদ পরিবারে ঘনিয়ে আসতে পারে।

যদি একটি কাক বাড়ির দক্ষিণ দিকে বসে থাকে, তাহলে তা অশুভ ইঙ্গিত। বুঝতে হবে পূর্বপুরুষরা আপনার উপর রেগে রয়েছে। পিতৃ দোষেরও সম্ভাবনা রয়েছে আপনার জীবনে।