ভালবাসায় ভরে উঠবে সংসার, বাস্তুমতে নবদম্পতির ঘর কোন দিকে হওয়া উচিত?

নবদম্পতির ঘর সাজানোর সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নবদম্পতির ঘরে যেন যথেষ্ট আলো বাতাস খেলে সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে নবদম্পতির ঘরে হালকা রঙের পর্দা, বিছানার চাদর ব্যবহার করতে পারেন।

ভালবাসায় ভরে উঠবে সংসার, বাস্তুমতে নবদম্পতির ঘর কোন দিকে হওয়া উচিত?

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 29, 2025 | 8:22 PM

কয়েকদিন পরই পুজো। আর কার্তিকমাস কাটতে না কাটতেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম শুরু। বিয়ের মরশুম মানেই তোরজোড় তুঙ্গে। কেনাকাটি তো রয়েছে, তার সঙ্গে নতুন দম্পতির বাড়িও সাজিয়ে তুলতে হবে। হাতে মাত্র ২টো সাম। ফলে বাড়ি সাজানোর পরিকল্পনা করে ফেলতে হবে এখন থেকেই। আর তখনই বাস্তু শাস্ত্রের কথা সবার প্রথম মাথায় আসে। বিয়ের আগে নবদম্পতির ঘর সাজানো জরুরি। বিশেষত ফুলশয্যা দিন নবদম্পতির ঘর বিশেষভাবে সাজানো উচিত। এতে নবদম্পতির জীবন সুখ ও ভালবাসায় ভরে ওঠে। জেনে নিন বাস্তু মতে কীভাবে নবদম্পতির ঘর বা বাড়ি সাজানো উচিত।

বাস্তু শাস্ত্র অনুসারে, নবদম্পতির ঘর দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে হওয়া উচিত। এই দিকে নবদম্পতির ঘর হলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধ আরও দৃঢ় হয়। এতে দু’জন মানুষের মধ্যে বোঝাপড়া বাড়ে। বাস্তু শাস্ত্রের মতে, এই দুই দিক হল ভালবাসার দিক। এতে বিবাহিত জীবনে দম্পতিদের মধ্যে প্রেম বাড়ে।

নবদম্পতির ঘর সাজানোর সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নবদম্পতির ঘরে যেন যথেষ্ট আলো বাতাস খেলে সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে নবদম্পতির ঘরে হালকা রঙের পর্দা, বিছানার চাদর ব্যবহার করতে পারেন। এমন দিকে জানলা করুন যাতে রোদ সরাসরি বিছানায় এসে পড়ে।

কোন দিকে মাথা করে ঘুমোবেন, এটাও নবদম্পতিদের ক্ষেত্রে জরুরি। দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবেন। পা যেন উত্তর দিকে থাকে, সেই দিকে খেয়াল রাখুন। এভাবে ঘুমলে নবদম্পতিদের জীবনে প্রেম বাড়বে।