
তাড়াহুড়োয় বা অজান্তে হাত থেকে কোনও জিনিস পড়ে যাওয়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। এমনটা তো হামেশাই ঘটে। কিন্তু জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে, এমন ঘটনা কিন্তু আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বাস্তুমতে, বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা।
বাস্তুশাস্ত্র অনুসারে, বেশ কিছু সাদা রঙের জিনিস রয়েছে যেগুলি হাত থেকে মাটিতে পড়ে যাওয়া মানেই সাবধান। কারণ হাত থেকে পড়ে যাওয়াকে অশুভ বলে মনে করা হয়। শুভ অনুষ্ঠানে বা বিবাহের সময় বাঙালি মতে, দুধ উথলে যাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু দুধ যদি হাত থেকে পড়ে যায় বা ফোটানোর সময় দুধ উথলে যায়, তাঅশুভ বলে মনে করা হয়।
শুধু দুধ নয়, দুধের মতো সাদা জিনিস হাত থেকে পড়ে যাওয়া মানেই অশুভ। ঘরে বাস্তুদোষ যদি কাটাতে চান, তাহলে ভুলেও হাত থেকে কখনও এই ৫ জিনিস মাটিতে ফেলবেন না। কারণ এই পাঁচ সাদা জিনিসগুলি বিভিন্ন গ্রহদের প্রতীক হিসেবে অবস্থান করে। তাই কিছু ফেলার আগে সতর্ক থাকুন।
চিনি: বাস্তুশাস্ত্র অনুসারে, হাত থেকে চিনি পড়ে গেলে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। মনে করা হয়, হাত থেকে চিনি পড়েগেলে পরিবারে কোনও খারাপ সংবাদ আসতে পারে।
দুধ: বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কখনও হাত থেকে দুধ ভর্তি গ্লাস পড়ে যায় তাহলেও তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। শিশুদের জীবনে নানা সমস্যা তৈরি হতে পারে। আভেনে ফোটানোর সময় দুধ উথলে গেলে তা খুবই শুভ বলে মনে করা হয়।
নারকেল: যদি কখনও হাত থেকে নারকেল পড়ে যায় তবে তা অশুভ লক্ষণ। হাত থেকে নারকেল পড়ে যাওয়ার অর্থ হল চাকরি এবং কর্মজীবনে সমস্যার ইঙ্গিত।
চাল: হিন্দুশাস্ত্রে চাল হল একটি গুরুক্বপূর্ণ উপাদান। যেকোনও শুভ কাজে চাল ছাড়া অসম্পূর্ণ। ভারতের প্রধান ফসল চালকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ বলে মনে করা হয়। তাই মাটিতে ভাত বা চাল ফেলা একপ্রকার অপরাধ বলে মনে করেন প্রতিটি ভারতবাসী। ভাত রান্না করার সময় যদি হাত থেকে পড়ে যায় বা কন্টেনার থেকে বের করার সময় চাল পড়ে যায় মাটিতে, তাহলে বুঝতে হবে কপালে আপনার চরম দুঃখ রয়েছে।
নুন: বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কখনও হাত থেকে লবণ পড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি খুব তাড়াতাড়ি আর্থিক সংকটে পড়তে চলেছেন। জীবনে দারিদ্র্য নেমে আসতে পারে।
বাস্তুশাস্ত্র অনুসারে, চিনি, দুধ ও ভাত চাঁদ ও শুক্রের প্রতীক। শুক্র হল বস্তুগত আরাম ও সুবিধার প্রতীক, আর চন্দ্র হল মনের কারক। তাই এই ৫ সাদা জিনিস ব্যবহার করার সময় সতর্ক থাকুন। নিজের বিপদ ডেকে আনার থেকে সাবধান হওয়া অত্যন্ত জরুরি।