Diwali 2023: দীপাবলিতে মাটির প্রদীপে তৈরি কাজল লাগাতে হয় কেন? জানুন রহস্যময় পৌরাণিক কাহিনি

Significance of kajal: দীপাবলির দিনে প্রদীপ জ্বালানোর প্রথা তো রয়েইছে, তার সঙ্গে আছে মাটির প্রদীপ থেকে কাজল তৈরির আরও একটি প্রথা। সাধারণত অশুভ দৃষ্টি থেকে রক্ষা পেতে এবং গৃহে অর্থের সঞ্চয় বৃদ্ধি করতে বাড়ির বরিষ্ঠরা এই প্রথা মেনে চলেন। পুজোর পরেই সাধারণত গায়ে লাগানো হয় কাজল।

Diwali 2023: দীপাবলিতে মাটির প্রদীপে তৈরি কাজল লাগাতে হয় কেন? জানুন রহস্যময় পৌরাণিক কাহিনি

| Edited By: দীপ্তা দাস

Nov 11, 2023 | 9:30 AM

দীপাবলি মানেই আলোর উৎসব। দীপাবলিতে প্রতিটি গৃহ সাজানো হল আলো দিয়ে। কেউ জ্বালান বৈদ্যুতিক বাতি, কেউ আবার মোমবাতি। তবে ভারতের বেশিরভাগ মানুষই গৃহ সাজান মাটির প্রদীপ দিয়ে। আসলে মাটির প্রদীপ জ্বালানোর ঐতিহ্য বহু শতাব্দী প্রাচীন। কিন্তু জানলে অবাক হবেন, এই বিশেষ দিনটিতে অনেকেই মাটির প্রদীপ থেকে কাজল তৈরি করে পরিবারের প্রতিটি সদস্যের গায়ে লাগান! আসুন জেনে নিই কেন এমন রীতি চালু রয়েছে? একইসঙ্গে বুঝে নিই ঠিক কীভাবে কাজল তৈরি করবেন!

দীপাবলিতে প্রদীপের দিয়া কাজলের তাৎপর্য: দীপাবলির দিন, দেবী লক্ষ্মীর সঙ্গে গণেশের পূজা করার পরে, বাড়ির সমস্ত সদস্যরা নতুন পোশাক পরেন। এরপর মাটির প্রদীপ দিয়ে সাজিয়ে তোলেন ঘর। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে গৃহ পূর্ণ হয় ধন-সম্পদে এবং দেবীর আশীর্বাদ সবসময় থাকে গৃহস্বামীর মাথার উপর। এছাড়া প্রদীপ জ্বালানো মাত্রই সমগ্র বাড়িতেই ছড়িয়ে পড়ে ইতিবাচক শক্তি!

দীপাবলির দিনে প্রদীপ জ্বালানোর প্রথা তো রয়েইছে, তার সঙ্গে আছে মাটির প্রদীপ থেকে কাজল তৈরির আরও একটি প্রথা। সাধারণত অশুভ দৃষ্টি থেকে রক্ষা পেতে এবং গৃহে অর্থের সঞ্চয় বৃদ্ধি করতে বাড়ির বরিষ্ঠরা এই প্রথা মেনে চলেন। পুজোর পরেই সাধারণত গায়ে লাগানো হয় কাজল। এবার আসুন, জেনে নিই কাজল তৈরির পদ্ধতি এবং দীপাবলিতে কাজল লাগালে কী ফল মেলে তাও জেনে নিই।

কাজল তৈরির পদ্ধতি: দীপাবলিতে পুজোর শুভ ফল পেতে চাইলে কাজল অবশ্যই তৈরি করুন। কাজল তৈরির জন্য একটি মাটির প্রদীপে তেল নিন এবং প্রদীপটি জ্বালান। এবাকর একটি প্রদীপ নিয়ে উপুড় করে নিয়ে ওই শিাখর উপর রাখুন কোনও একটা ঠেকনা দিয়ে। এইভাবে সারা রাত রেখে দিন। পরের দিন স্নান করার পর, আচ্ছাদিত প্রদীপটি সরিয়ে ফেলুন। দেখা যাবে উলটে রাখা প্রদীপের বুকে কালো রঙের কাজল তৈরি হয়ে গিয়েছে। এই কালি একটি পিতলের কাজললতায় তুলেতার সঙ্গে ঘি যোগ করুন। এরপরবাড়ির সমস্ত সদস্যের কপালে দিন কাজলের টিপ।

ফলাফল: মন করা হয় দীপাবলির এই কাজল লাগালে দুষ্ট নজর থেকে থেকে রক্ষা মেলে। নেতিবাচক শক্তি ধারেকাছে ঘেঁষতে পারে না। জীবনের প্রতিটি সমস্যা দূরে চলে যায়। প্রচুর সাফল্য অর্জন করতে শুরু করেন একজন ব্যক্তি। এমনকী দীপাবলির দিনে তৈরি করা কাজল অর্থ রাখার সিন্দুকের উপর লাগালেও সেই অর্থের প্রতি কারও খারাপ নজর পড়বে না না এবং সর্বদা আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে।