
ভগবান ব্রহ্মা মানবজাতির কল্যাণের জন্য বাস্তুশাস্ত্র তৈরি করেছেন। বাড়ি সাজাতে বা বাস্তুদোষ কাটাতেই নয়, সকালে ঘুম থেকে উঠেই বেশ কিছু কাজ করা এড়িয়ে চলা উচিত, কী কী নিয়ম মেনে চললে জীবনে সৌভাগ্য় নেমে আসবে, তা উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। কঠিন পরিশ্রম করলেও অনেকে কর্মফল পান না। জীবনে পর পর সমস্যা নেমে আসতেই থাকে। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই জেনে বা না বুঝেই বা অজান্তে এমন কিছু ভুল করে ফেলি, যার প্রভাব সারা জীবন আর্থিক অবস্থার উপর প্রভাব পড়তে দেখা যায়। বাস্তুবিদদের মতে সকালে ঘুম থেকে উঠে কী কী জিনিস দেখলে বা এড়িয়ে চলা উচিত, তা জেনে রাখা উচিত। শুধু তাই নয় এই নিয়মগুলি মেনে না চললে দারিদ্র আপনার জীবনে নেমে আসবে দ্রুতগতিতে।
নিজের বা অন্যের ছায়া দেখবেন না
বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে অন্য ব্যক্তির বা নিজের ছায়া দেখা উচিত নয়। বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে যে সূর্য নারায়ণ দর্শনের সময় যদি নিজের ছায়া পশ্চিম দিকে দেখতে পান তাহলে তা অশুভ বলে মনে করা হয়।
এঁটো বাসন দেখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে, আপনি যদি সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে এঁটো বাসনপত্র দেখা অশুভ। মনে করা হয়, এই কাজ করলে আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে আপনাকে। তাই রাতেই এঁটো বাসন ধুয়ে ফেলতে চেষ্টা করুন। রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখবেন না।
আয়নায় মুখ দেখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে, ভুল করেও সকালে প্রথমে আয়নার দিকে তাকানো উচিত নয়। অশুভ প্রভাব পড়ে। ঘুম থেকে ওঠার পরপরই যদি আয়নায় নিজের মুখ দেখেন তাহলে সারা রাতের সমস্ত নেতিবাচক শক্তি আপনার ভিতরে প্রবেশ করে। তাই সকালে ঘুম থেকে উঠে আয়না না দেখে হাতের তালু দেখার চেষ্টা করুন।