Tulsi Tips: পাতা নয়, তুলসী মঞ্জুরি দিয়ে করুন এই ৪ সহজ কাজ, ধনসম্পদে ভরে যাবে আপনার সংসার
hindu rules: দেবী লক্ষ্মীর চরণে তুলসীমঞ্জরী নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এ ছাড়া জীবনে আসা ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।

হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয়। এই কারণেই প্রায় প্রতিটি বাড়িতে তুলসী গাছ থাকে। তুলসী গাছের যতটা বৈজ্ঞানিক গুরুত্ব আছে, ততটাই আছে ধর্মীয় গুরুত্ব। আয়ুর্বেদেও তুলসি ব্যবহৃত হয়। বাস্তু অনুসারে বাড়িতে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তির আধার তৈরি হয় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। মঞ্জরী যখন তুলসীর উপর পড়ে, তার মানে ঋণের বোঝায় পরিপূর্ণ হতে চলেছেন আপনি। এর জন্য সময়ে সময়ে মঞ্জরী দিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করা অত্য়ন্ত শুভ। এই প্রতিকারে ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে সম্পদ ও সমৃদ্ধি লাভ করতে পারেন। মঞ্জুরী তুলে নিলে তুলসী গাছও চিরসবুজ থাকে।
বিষ্ণুকে পরিষ্কার জলে মঞ্জরী নিবেদন করুন
জ্যোতিষীর মতে তুলসীতে মঞ্জরীর আসা ঠিক নয়। কারণ, মঞ্জরীর প্রবেশে নেতিবাচক শক্তি ঘরে বাস করতে পারে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়। এই মঞ্জরীটি ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন।
শিবকে দুধে মঞ্জরী নিবেদন করুন
ভগবান শিব ও পুত্র গণেশকে তুলসী পাতা নিবেদন করা নিষিদ্ধ। তবে শিবকে মঞ্জরী দিতে পারেন। তুলসী মঞ্জরী নিবেদন করলে পারিবারিক সুখ লাভ করবেন ভক্তরা। এছাড়া যদি কোনও ব্যক্তির জীবনে প্রেম না আসে,বা বিবাহে বাধা আসে তাহলে দুধে মঞ্জরী মিশিয়ে শিবকে অভিষেক করা উচিত।
লক্ষ্মীর চরণে মঞ্জরী নিবেদন করুন
দেবী লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জরী নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। শুধু তাই নয়, জীবনে আসা বিভিন্ন সমস্যা থেকে ও মুক্তি পাওয়া যায়। প্রতি শুক্রবার লক্ষ্মীর চরণে তুলসীমঞ্জরী অর্পণ করতে পারলে খুব ভালো। তাতে আপনার সমস্ত ইচ্ছাপূরণ হবে। কাজে আসা বাধাও দূর হবে।
গঙ্গার জলে মঞ্জরী মিশিয়ে ঘরে ছিটিয়ে দিন
তুলসীতে মঞ্জরীর রূপকে উপেক্ষা করা ভুল। এতে করে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। ঘরে নেতিবাচক শক্তি বাড়তে পারে। তবে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে তুলসী মঞ্জরি উপকারী। এমন অবস্থায় যে কোনও শুভ দিনে গঙ্গা জলে মঞ্জরি মিশিয়ে সপ্তাহে ২ দিন ঘরে ছিটিয়ে দিন। এটি করলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে।
লাল কাপড়ে তুলসীর বীজ মিশিয়ে রাখুন
তুলসীতে মঞ্জরি দেখা দিলে কিছু ব্যবস্থা নিতে হবে। এটি জীবনের প্রতিটি সমস্যা ও কষ্ট থেকে মুক্তি দিতে পারে। এর জন্য একটি লাল কাপড়ে তুলসী মঞ্জরী বেঁধে আপনার বাড়ির যে স্থানে টাকা রাখেন সেখানে রাখুন। এতে করে আপনার ঘরে দেবী লক্ষ্মীর অধিবাস হবে। এছাড়াও আপনার অর্থের অভাব হবে না।
