Tuesday Remedies: লোনের বোঝা থেকে দ্রুত মুক্তি পেতে চান? হনুমানজির আশীর্বাদে সব কাজে সফল হতে প্রতি মঙ্গল করুন এই ৬ কাজ

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 16, 2023 | 4:41 PM

Astro Remedies: যদি মনে করেন যে সাফল্য দূরে সরে যাচ্ছে ও কোথাও সাফল্য পাওয়া যাচ্ছে না, তবে মঙ্গলবার কিছু প্রতিকার মেনে চলেন। আপনি অবশ্যই সুফল পাবেন ও ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠতে পারে।

Tuesday Remedies: লোনের বোঝা থেকে দ্রুত মুক্তি পেতে চান? হনুমানজির আশীর্বাদে সব কাজে সফল হতে প্রতি মঙ্গল করুন এই ৬ কাজ

Follow Us

জ্যোতিষ ও হিন্দু ধর্ম অনুযায়ী, মঙ্গলবার যেখানে মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত, তাই এদিনকে সাধারণত হনুমানজির দিনও বলা হয়। শুধু তাই নয়, মঙ্গলকে শক্তির প্রতীক বলে মনে করা হয়। সংকট বা বিপদের সময় মানুষের শক্তির ক্ষয় হয়। হিন্দুদের বিশ্বাস, মঙ্গলবার হনুমানজিকে প্রসন্ন করার জন্য সমস্যায় জর্জরিত ব্যক্তি বেশ কিছু প্রতিকার মেনে চললে সেই কষ্টগুলি অল্প সময়ের মধ্যেই দূর হয়ে যায়। পরিবর্তন হয় ভাগ্যেরও। বৈদিক গ্রন্থে মঙ্গল গ্রহের দিনটিকে সবচেয়ে শুভ ও কল্যাণকর বলে মনে করা হয়। এ দিনে ভক্তরাজ হনুমান তাঁর ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। যদি মনে করেন যে সাফল্য দূরে সরে যাচ্ছে ও কোথাও সাফল্য পাওয়া যাচ্ছে না, তবে মঙ্গলবার কিছু প্রতিকার মেনে চলেন। আপনি অবশ্যই সুফল পাবেন ও ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠতে পারে।

মঙ্গলবারের প্রতিকার

– মঙ্গলবার রামমন্দিরে যেতে পারেন। হনুমানজির শ্রীরূপের মাথা থেকে ডান হাতের বুড়ো আঙুল থেকে সীতার শ্রী রূপের পায়ে সিঁদুর লাগিয়ে আপনার মনস্কামনা পূরণের প্রার্থনা করতে পারেন।

– শনিবার বা মঙ্গলবার সকালে সুতোর একদিকে ৪টি লঙ্কা ও ৩টি লঙ্কা মরিচ, মাঝখানে লেবু ঝুলিয়ে ঘর ও ব্যবসার জায়গার দরজায় ঝুলিয়ে দিতে পারেন। এই প্রতিকারের ফলে নেগেটিভিটির অবসান ঘটায়। ইতিবাচকতার যোগাযোগ করে।

– কালো তিল, বার্লি ময়দা ও তেল মিশিয়ে ময়দা মেখে নিন। এই ময়দা থেকে রুটি তৈরি করে তাতে তেল ও গুড় মাখিয়ে সাতবার একটি মোষকে খাওয়াতে পারেন। শনিবার বা মঙ্গলবার এই প্রতিকার করতে পারেন।

– যদি কোনও ছোট শিশু খুব কান্নাকাটি করে, তবে রবিবার বা মঙ্গলবার, নীলকন্ঠের একটি পালক নিয়ে শিশুটি যে বিছানায় ঘুমায় সেখানে রেখে দিন। তাতে শীঘ্রই শিশুর কান্না বন্ধ হয়ে যেতে পারে।

– ছোট বাচ্চা ঘুমানোর সময় ভয় পেয়ে গেলে মঙ্গলবার বা রবিবার শিশুর মাথায় এক টুকরো লোহার জিনিস সাবধানে রেখে দিন।

– শনিবার হনুমানজির মন্দিরে যান ও তাঁর শ্রী রূপের কাঁধ থেকে সিঁদুর নিয়ে এসে আক্রান্ত ব্যক্তির ত্বকে বা কপালে লাগিয়ে দিতে পারেন। তাতে অশুভ দৃষ্টির প্রভাব শেষ হয়।

– মঙ্গলবার সন্ধ্যের সময় হনুমানজিকে কেওড়ার সুগন্ধি ও গোলাপের মালা অর্পণ করতে পারেন। হনুমানজিকে খুশি করার এটাই সবচেয়ে সহজ উপায়।

– জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে হনুমানজির মন্দিরে গিয়ে রাম রক্ষা স্তোত্র পড়তে পারেন।

– মঙ্গলবার সন্ধ্যেয় হনুমান মন্দিরে একটি সরষের তেলের প্রদীপ ও একটি খাঁটি ঘি প্রদীপ জ্বালিয়ে সেখানে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন।

– আপনি যদি শনি দোষে ভুগে থাকেন তবে এদিনে কালো উড়দ ডাল ও কয়লার পিণ্ড তৈরি করতে পারেন। এতে এক টাকার কয়েন রেখে দিন। এর পরে, ওই পিণ্ডটি নদীতে ভাসিয়ে দিতে পারেন। তারপরে একটি হনুমান মন্দিরে যান ও রামের নাম জপ করতে পারেন। এতে শনি দোষের প্রভাব হ্রাস পাবে তাড়াতাড়ি।

Next Article