Durga Puja 2023: নবপত্রিকা থেকে সন্ধিপুজো, কখন দেবেন অঞ্জলি? জানুন এবারের পুজোর পূর্ণাঙ্গ নির্ঘন্ট

Rituals Of Durga Puja: সনাতন ধর্মে অন্যতম উত্‍সবের এই পাঁচদিনের পূর্ণাঙ্গ নির্ঘণ্টও জেনে রাখা উচিত। কখন হবে নবপত্রিকা,  অঞ্জলি কখন দেবেন, সন্ধিপুজো কতক্ষণের জন্য পালিত হবে, বোধন কখন হবে, নিরঞ্জনের সঠিক সময়ই বা কখন, সবটা জানতে চোখ রাখন টিভি বাংলার এই প্রতিবেদনে...

Durga Puja 2023: নবপত্রিকা থেকে সন্ধিপুজো, কখন দেবেন অঞ্জলি? জানুন এবারের পুজোর পূর্ণাঙ্গ নির্ঘন্ট
পুজোর আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস

| Edited By: দীপ্তা দাস

Oct 17, 2023 | 6:28 PM

মহালয়ার দিন থেকেই উত্‍সবের আমেজ। এদিন পিতৃপক্ষের অবসান ঘটে, দেবীপক্ষের সূচনা হয়। আকাশে-বাতাসে দুর্গার আগমনী গান যেন মুখরিত হয়। বাংলায় যে পুজোর আয়োজন করা হয়, তা রামের অকালবোধন নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে বাঙালির শারদীয়া দুর্গা উত্‍সব। তবে এবছর মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে থিম পুজো দেখার হুড়োহুড়ি। পুজোর আগে থেকেই শুরু হয়ে কোন শাড়িতে অঞ্জলি, কোন পোশাকে নবমীর আড্ডা, দশমীর রাতে ভাসানের সময় কেমন হবে সাজ, সন্ধিপুজোয় কোন রঙের ধুতিতে আলোর উত্‍সবে মাতবেন, তার একটি পূর্ণাঙ্গ লিস্ট তৈরি হয়ে গিয়েছে ছোট থেকে বুড়ো, সব বয়সিদের মধ্যে। কিন্তু সনাতন ধর্মে অন্যতম উত্‍সবের এই পাঁচদিনের পূর্ণাঙ্গ নির্ঘণ্টও জেনে রাখা উচিত। কখন হবে নবপত্রিকা,  অঞ্জলি কখন দেবেন, সন্ধিপুজো কতক্ষণের জন্য পালিত হবে, বোধন কখন হবে, নিরঞ্জনের সঠিক সময়ই বা কখন, সবটা জানতে চোখ রাখন টিভি বাংলার এই প্রতিবেদনে…

মহাষষ্ঠী

২ কার্তিক, (ভাঃ ২৮ আশ্বিন), ইং ২০ অক্টোবর, শুক্রবার, সূর্যোদয় ঘ ৫|৬, পূর্বাহ্নে ঘ ৯|২৮। ষষ্ঠী রাত্রি ঘ ৯|৮ পর্যন্ত। মহাষষ্ঠী। পূর্বাহ্নের মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮| ৩১ মধ্যে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারত ও ষষ্ঠীবিহিত পুজো প্রশস্তা। সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

মহাসপ্তমী

৩ কার্তিক, (ভাঃ ২৯ আশ্বিন), ইং ২১ অক্টোবর, শনিবার-সূর্যযোদয় ঘ ৫|৪০ সূর্যাস্ত ঘ ৫|৫ পূর্বাহ্ন ঘ ৯| ২৮ সপ্তমী রাত্রি ঘ ৭| ২১ পর্যন্ত শ্রী শ্রী দুর্গাপুজো। পূর্বাহ্নের মধ্যে চারলগ্নে ও চরণ বাংশে (কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭|৫ গতে পূর্বাহ্নে মধ্যে) দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, ঘটস্থাপন, সপ্তম্যাদিকাল্পারম্ভ ও সম্পমীবিহিত পুজো প্রশস্ত। দেবীর ঘটকে আগমন। ফল ছত্রভ্ঙ্গ রাত্রি ঘ ১০| ৫৮ গতে ১১| ৪৬ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পুজো।

মহাষ্টমী

৪ কার্তিক (ভাঃ ৩০ আশ্বিন), ইং ২২ অক্টোবর, রবিবার , সূর্যোদয় ঘ ৫| ৪০ সূর্যাস্ত ঘ ৫|৪০ সূর্যাস্ত ঘ ৫ | ৪ পূর্বাহ্ন ঘ ৯ | ২৮ মহাষ্টমী সন্ধ্যে ঘ ৫ | ১৮ পর্যন্ত। পূর্বাহ্নের মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পুজো প্রশস্তা। পূর্বাহ্নের মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস।

সন্ধিপুজো

সন্ধ্যে ঘ ৪ | ৫৮ গতে রাত্রি ঘ ৫| ৪২ মধ্যে সন্ধিপুজো।

সন্ধ্যে ঘ ৪|৫৮ গতে সন্ধিপূজারম্ভ।

সন্ধ্যে ঘ ৫ | ১৮ গতে বলিদান।

রাত্রি ঘ ৫ | ৪২ মধ্যে সন্ধিপুজো সমাপন।

মহানবমী

৫ কার্তিক, (ভাঃ ১ কার্তিক), ইং ২৩ নভেম্বর, সোমবার- সূর্যোদয় ঘ ৫| ৪১ সূর্যাস্ত ঘ ৫ | ১৪, পূর্বাহ্ন ঘ ৯| ২৮। মহানবমী দিবা ঘ ৩| ৪ পর্যন্ত পূর্বাহ্নের মধ্যে দেবী দপর্গার কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পুজো প্রশস্তা ও দেবীর নবরাত্রিক বর্ত সমাপ্ত । পূর্বাহ্নের মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।

বিজয়া দশমী

৬ কার্তিক (ভাঃ ২ কার্তিক), ইং ২৮ অক্টোবর, মঙ্গলবার- সূর্যোদয় ঘ ৫|৪১, সূর্যাস্ত ঘ ৫|৩, পূর্বাহ্ন ঘ ৯|২৮। বিজয়াদশমী দিবা ঘ ১২|৪২ পর্যন্ত। পূর্বাহ্নের মধ্যে চরলগ্নে ও চরণবাংশে শ্রী শ্রী দুর্গাদেবীর দশমীবিহিত পুজো সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। দেবীর ঘোটকে গমন। ফল ছত্রভঙ্গ। বিজয়াদশমীকৃত্য। কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পুজো।