Durga Puja 2023: পুজোয় এবার ‘জোড়া’ চমক! ষষ্ঠী থেকে বিজয়া, আজই জানুন দুর্গাপুজোর নির্ঘণ্ট

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Sep 20, 2023 | 2:09 PM

Durga Puja Time and Date: এই দুই পুরাণেই উল্লেখ রয়েছে, যুদ্ধে রামকে সাহায্য করা জন্য ব্রহ্মা ও মহাদেব দুর্গার বোধন ও পুজো করেছিলেন। তবে তন্ত্রশাস্ত্র মতে, সকল স্থানই হল দেবী দুর্গার, সকল সময়ই হল দুর্গাপুজোর।বাঙালিদের প্রাণের পুজো শারদীয়া দুর্গা পুজোয় এবার কবে পড়েছে, কালীপুজো ও লক্ষ্মীপুজোই বা কবে পালন করা হবে, তার নির্ঘণ্ট জেনে নিন এখানে...

Durga Puja 2023: পুজোয় এবার জোড়া চমক! ষষ্ঠী থেকে বিজয়া, আজই জানুন দুর্গাপুজোর নির্ঘণ্ট
প্রতীকী ছবি

Follow Us

বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজো প্রায় দোরগোড়ায়। ভাদ্র শেষে আশ্বিন মাসে শুক্লপক্ষ থেকেই শুরু হ দেবীপক্ষ। অনেকেই হয়তো জানেন না, শারদীয়া দুর্গাপুজোকে আসলে অকালবোধ বলা হয়। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ মতে, শ্রীরাম ও রাবণের তুমুল যুদ্ধের সময় এই শরতেই দেবী দুর্গাকে আরাধনা করা হয়। এই দুই পুরাণেই উল্লেখ রয়েছে, যুদ্ধে রামকে সাহায্য করা জন্য ব্রহ্মা ও মহাদেব দুর্গার বোধন ও পুজো করেছিলেন। তবে তন্ত্রশাস্ত্র মতে, সকল স্থানই হল দেবী দুর্গার, সকল সময়ই হল দুর্গাপুজোর।

প্রথা অনুযায়ী, প্রতি বছর দুর্গার আগমন ও গমন হয় আলাদা আলাদা বাহনে চড়ে। তাই নিয়ম অনুসারে, এবছর দেবী দুর্গার আগমন হবে গজের উপর চড়ে। আর পায়ে হেঁটে প্রস্থান। এ বছর পুজো দেরিতে শুরু হলেও রয়েছে ‘ডবল’ চমক! বাঙালি আর ক্রিকেটের টুইস্ট নিয়ে এবারের দুর্গাপুজো একেবারে জমে যাবে। বাইশগজের লড়াই এবার প্রতি পুজো মণ্ডপগুলিতে পালন করবে আপামর বাঙালি। পুজোর সময় এমনিতেই কলকাতা-সহ গোটা বাংলা যেমন রঙিন হয়ে ওঠে। এ বছর হয়তো রঙের ছটা একটু বেশিই উজ্জ্বল হয়ে উঠবে। কারণ অক্টোবরেই শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জোড়া সেলিব্রেশন নিয়ে ক্রিকেটপ্রেমী তথা বাঙালি হৃদয় যে আজ থেকে বেশ আন্দোলিত , তা বলাই বাহুল্য। বাঙালিদের প্রাণের পুজো শারদীয়া দুর্গা পুজোয় এবার কবে পড়েছে, কালীপুজো ও লক্ষ্মীপুজোই বা কবে পালন করা হবে, তার নির্ঘণ্ট জেনে নিন এখানে…

২০২৩ সালের দুর্গা পুজোর নির্ঘণ্ট

মহালয়া- ১৪ অক্টোবর। এদিন পিতৃপক্ষের অবসান ঘটে। দেবীপক্ষের সূচনা হয় সেদিন থেকেই। মহালয়ার পরের দিন ১৫ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি শুরু হয়।

মহাষষ্ঠী- ২০ অক্টোবর, ২০২৩, শুক্রবার

মহাসপ্তমী- ২১ অক্টোবর, ২০২৩, শনিবার

মহাঅষ্টমী – ২২ অক্টোবর, ২৩২৩, রবিবার

মহানবমী- ২৩ অক্টোবর, ২০২৩, সোমবার

বিজয়া দশমী- ২৪ অক্টোবর, ২০২৩, মঙ্গলবার

কোজাগরী লক্ষ্মীপুজো- ২৮ অক্টোবর, ২০২৩, শনিবার

কালীপুজো – ১২ নভেম্বর, ২০২৩, রবিবার।

ভাইফোঁটা- ১৪ নভেম্বর, ২০২৩, মঙ্গলবার

 

Next Article