Vastu Tips: লিভিং রুমে পজিটিভ এনার্জি আনতে মেনে চলুন এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 08, 2022 | 4:54 PM

বাস্তুমতে লিভিং রুম গোছানো হলে তা সমগ্র গৃহে আনন্দ এবং উন্নতির জোয়ার আনে। তবে বাস্তু নিয়ে উদাসীন থাকলে তা জীবনে অস্থিরতা বয়ে আনে। ঘরে সর্বক্ষণ ঝুটঝামেলা লেগেই থাকে।

Vastu Tips: লিভিং রুমে পজিটিভ এনার্জি আনতে মেনে চলুন এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি

Follow Us

সনাতন ধর্মে বাস্তু’কে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। এই কারণেই গৃহ নির্মাণের সময় বাস্তুশাস্ত্র মেনে চলা উচিত। এমনকী ‘লিভিং রুম’-এর সজ্জাতেও বাস্তু মেনে চলা উচিত। বাস্তুমতে লিভিং রুম গোছানো হলে তা সমগ্র গৃহে আনন্দ এবং উন্নতির জোয়ার আনে। তবে বাস্তু নিয়ে উদাসীন থাকলে তা জীবনে অস্থিরতা বয়ে আনে। ঘরে সর্বক্ষণ ঝুটঝামেলা লেগেই থাকে। সুতরাং বাড়িতে একটার পর একটা সমস্যা লেগে থাকলে বুঝতে হবে লিভিং রুম-এর বাস্তুতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন। নিয়ম মেনে ইতিবাচক পদক্ষেপ নিলে নিশ্চিতভাবে সারা বাড়িতেই ‘পজিটিভ এনার্জি’ ছড়িয়ে পড়বে। এমনকী লিভিং রুম থেকে ‘নেতিবাচক শক্তি’ দূর করতে চাইলেও নিম্নলিখিত নিয়মগুলি অনুসরণ করুন—

• বাস্তুমতে লিভিংরুমের উত্তর কিংবা পূর্বদিকে ‘ফিশ ট্যাংক’ বা অ্যাকোরিয়াম রাখলে তা পবিত্র ক্রিয়া হিসেবে বিবেচিত হয়। অবশ্য চাইলে বিদ্যুৎচালিত ওয়াটার পিউরিফায়ারও রাখতে পারেন।
• লিভিং রুমের মেঝেয় অবশ্যই কার্পেট বিছিয়ে রাখুন। দৃষ্টিসুখের সঙ্গে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহও বজায় থাকবে।
• লিভিং রুম অবশ্যই আয়তক্ষেত্রাকার অথবা বর্গাকার হওয়া চাই।
• ফার্নিচার রাখার ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলুন। অর্থাৎ টেবিল এবং চেয়ার এমনভাবে রাখুন যাতে চলাফেরা করতে কোনও সমস্যা না হয়।
• লিভিং রুমের অবস্থান গৃহের উত্তর কিংবা উত্তর-পূর্ব দিকে হলে ভালো হয়।
• লিভিং রুম থেকে নেতিবাচক শক্তির প্রবাহ দূর করতে চাইলে প্রতিদিন সন্ধ্যায় সেখানে একটি প্রদীপ বা মোমবাতি জ্বালুন। চাইলে যেখানে আপনি পূজা করেন কিংবা ধ্যানস্থ হন, সেখানেও প্রদীপ বা মোমবাতি জ্বালাতে পারেন।
• ফুল রাখুন লিভিং রুমে। কোনও কৃত্রিম ফুল নয়। আসল এবং টাটকা ফুল রাখার ব্যবস্থা করুন।
• দেওয়ালের রং এবং সিলিং-এর রং আলাদা হওয়া দরকার।
• স্থাপত্যবিদদের মতে, লিভিং রুমেই সবচাইতে বেশি জানালা থাকা দরকার। ফলে জানলার মাধ্যমেই সেখানে পজিটিভ এনার্জির প্রবাহ অবিচ্ছিন্ন থাকবে।
• গৃহের অন্যান্য ঘরের তুলনায় লিভিং রুম সম্পূর্ণ ভিন্ন হওয়া প্রয়োজন। ঘরের চাইতে লিভিং রুমের আকার বড় হওয়া দরকার।
• কান্না, দুঃখ, বিষাদ, যন্ত্রণা, ভয় সম্পর্কিত কোনও ছবি লিভিং রুমে টাঙাবেন না। এই ধরনের ছবি লিভিং রুমে নেতিবাচক শক্তিকে সক্রিয় করে তোলে।
• লিভিং রুমের দক্ষিণ-পূর্ব দিকে বিদ্যুৎচালিত যন্ত্রপাতি রাখুন। এই প্রান্তে একটি দেওয়াল আলমারিও তৈরি করাতে পারেন। দক্ষিণের দেওয়ালেই ঝোলান টেলিভিশন।

 

আরও পড়ুন: Mangueshi Temple: এই বিখ্যাত মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে লতা মঙ্গেশকরের নাম! কোথায়?

Next Article