Gangotri-Yamunotri: প্রথম পুজো প্রধানমন্ত্রীর নামে, অক্ষয় তৃতীয়া খুলে গেল চারধামের এই ২ মন্দির!
Akshaya Tritiya 2023: কেদারনাথ মন্দিরের দরজা খুলছে আগামী ২৫ এপ্রিল ও বদ্রীনাথ ধাম সাধারণের জন্য খুলে যাচ্ছে আগামী ২৭ এপ্রিলে। দেবভূমে চারধাম যাত্রায় ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

প্রথা অনুযায়ী, অক্ষয় তৃতীয়ার দিন খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা। এদিন রীতি-রেওয়াজ মেনে আচার-অনুষ্ঠানের সঙ্গে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে চারধামের এই দুই মন্দিরের দরজা। সময়সূচী অনুসারে, ভক্তদের দর্শনের জন্য গঙ্গোত্রী ধামের দরজা খোলা হয় বেলা ১২টা ৩৫ মিনিটে। অন্যদিকে যমুনোত্রী মন্দিরের দরজা খোলা হয়ে বেলা ১২টা ৪১ মিনিটে। আগামী ছয় মাস ভক্তরা গঙ্গোত্রীতে দেবী গঙ্গা ও যমুনোত্রী মন্দিরে দেবী যমুনাকে দর্শন করতে পারবেন। দীর্ঘ ছয়মাস পর মন্দিরের দরজা খোলার পরই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নামে প্রথম পূজা করা হয়। মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি শনিবার যমুনোত্রীর খারসালিতে পুজো দিয়ে প্রার্থনা করেছেন। এর পরে, যমুনা উত্সবে ডোলিটি শনিদেবের নেতৃত্বে খরসালি থেকে যমুনোত্রী ধামে পাঠানো হয়। পাশাপাশি কেদারনাথ মন্দিরের দরজা খুলছে আগামী ২৫ এপ্রিল ও বদ্রীনাথ ধাম সাধারণের জন্য খুলে যাচ্ছে আগামী ২৭ এপ্রিলে। দেবভূমে চারধাম যাত্রায় ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অন্যদিকে এ বছর পূর্ণ্যার্থীদের রেকর্ড ভিড়েরও আশা করা হচ্ছে।
মন্দিরের দরজা খোলা প্রসঙ্গে, গঙ্গোত্রী মন্দির কমিটি থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ১২.১৫ মিনিটে দেবী গঙ্গার ডোলি মুখবা গ্রাম থেকে গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। ভৈরব উপত্যকায় অবস্থিত ভৈরব মন্দিরে রাত্রিকালীন বিশ্রামের পর পরদিন সকাল ৮ টায় দেবী গঙ্গার উৎসব ডোলি গঙ্গোত্রীধামে পৌঁছানো হয়। সেখানেই গঙ্গা পূজা, গঙ্গা সহস্ত্রাম পাঠ ও নিষ্ঠার সঙ্গে বিশেষ পুজো করা হয়। সর্বার্থ অমৃত সিদ্ধ যোগে ১২.৩৫ মিনিটে ভক্তদের দর্শনের জন্য গঙ্গোত্রী ধামের দরজা খুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেবী যমুনার ডোলি শনিবার সকাল ৮টায় খরসালি গ্রাম থেকে যমুনোত্রী ধামের উদ্দেশ্যে রওনা হয়। বেলা ১১টায় যমুনোত্রী ধামে পৌঁছায় দেবীর ডোলি। যেখানে পূজা ও যজ্ঞের পর, অভিজিৎ মুহুর্তে ১২টা ৪১ মিনিটে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তদের দর্শনের জন্য যমুনোত্রী ধামের দরজা খুলে দেওয়া হয়।





