Hanuman Jayanti 2025: হনুমান জয়ন্তীতে এই ৩ রাশির জাতক-জাতিকাদের কপাল খুলবে, মানিব্যাগে উপচে পড়বে টাকা

৫৭ বছর পর এ বার হনুমান জয়ন্তীর দিন নানা গ্রহের এক দুর্লভ যোগ তৈরি হচ্ছে। যার ফলে একাধিক রাশির জাতক-জাতিকাদের কপাল খুলবে। জেনে নিন সেই তালিকায় রয়েছেন কারা।

Hanuman Jayanti 2025: হনুমান জয়ন্তীতে এই ৩ রাশির জাতক-জাতিকাদের কপাল খুলবে, মানিব্যাগে উপচে পড়বে টাকা
হনুমান জয়ন্তীতে এই ৩ রাশির জাতক-জাতিকাদের কপাল খুলবে, মানিব্যাগে উপচে পড়বে টাকাImage Credit source: Stockbyte/Getty Images

Apr 09, 2025 | 6:11 PM

জয় জয় বজরংবলী… সামনেই হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। হিন্দুধর্মে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। আগামী ১২ এপ্রিল, শনিবার দেশজুড়ে পালিত হবে হনুমান জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চৈত্র শুক্লপক্ষের পূর্ণিমায় হনুমান, যিনি অঞ্জনিপুত্র নামে পরিচিত তাঁর জন্ম। ৫৭ বছর পর এ বার হনুমান জয়ন্তীর দিন নানা গ্রহের এক দুর্লভ যোগ তৈরি হচ্ছে। যার ফলে একাধিক রাশির জাতক-জাতিকাদের কপাল খুলবে। জেনে নিন সেই তালিকায় রয়েছেন কারা।

১৯৬৮ সালে শেষ বার হনুমান জয়ন্তীতে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছিল। সেটাই এ বার হবে। পঞ্চগ্রহী অর্থাৎ এ বছর হনুমান জয়ন্তীর দিন সূর্য, শনি, রাহু, শুক্র ও বুধ এই গ্রহ একসঙ্গে অবস্থান করবে। পঞ্চগ্রহী যোগ ছাড়া বুধাদিত্য, শুক্রাদিত্য, লক্ষ্মীনারায়ণ, মালব্য সহ একাধিক গুরুত্বপূর্ণ যোগ তৈরি হবে এই সময়। তার ফলেই ভাগ্যের চাকা ঘুরবে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের।

এক ঝলকে দেখে নিন এ বছরের হনুমান জয়ন্তীতে কোন কোন রাশির জাতক-জাতিকাদের কপাল খুলবে —

বৃষ – বৃষ রাশির জাতক-জাতিকাদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে। বেকাররা নতুন কাজের সন্ধান পেতে পারেন। নানা ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। এছাড়াও, জমা মূলধনের অর্থ বৃদ্ধি পাবে।

মিথুন – হনুমান জয়ন্তীর দিন এই রাশির জাতক জাতিকারা বজরঙ্গবলীর বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন এ বার। এই সময়ের মধ্যে, মিথুন রাশির জাতকদের অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে। আর্থিক লাভের জন্য আরও ভালো পথ খুলে যাবে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। কর্মজীবন এবং ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। হঠাৎ আর্থিক লাভ হবে। যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে।

কুম্ভ – কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য হনুমান জয়ন্তীর দিন সুখবর আসতে পারে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর অর্থ পেতে পারেন। কেরিয়ারের অনেক সুবিধা হতে পারে। মূলধন বিনিয়োগের জন্য সময়টি ভালো। পরিবার এবং বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হনুমান জয়ন্তীতে ভক্তিভরে সঠিক বিধি মেনে পুজো করলে বজরংবলীর আশীর্বাদ মেলে। নানা দুঃখ, কষ্ট দূর হয়। শনিদশা থাকলে তা কেটে যায়।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।