
হিন্দু ক্যালেন্ডার মতে, বছরের ১১ তম মাস হল মাঘ মাস। জানুয়ারি মাসের মাঝেই শেষ হবে পৌষ মাস। পৌষ মাস যতটা অশুভ বলে মনে করা হয়, তার বিপরীত মাস হল মাঘ। কারণ এই মাস হিন্দু ধর্ম অনুসারে, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মাঘ মাসে ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, সূর্য দেবতা এবং গঙ্গা নদীকে পূজা করা হয়। মনে করা হয়, শ্রী হরি নারায়ণ, সূর্য দেবতার আরাধনা করলে এবং মাঘ মাসে গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ নাশ হয়। নিয়ম মেনে প্রতি বছর মাঘ মাসে প্রয়াগরাজেও মাঘ মেলা হয়। এই সময়ে কল্পবাস করার প্রথাও রয়েছে।
কল্পবাস কী?
প্রতি বছর মাঘ মাসে প্রয়াগরাজের ত্রিবেণীর সঙ্গমে অনুষ্ঠিত হয় মাঘ মেলা। এছাড়া সঙ্গমের তীরে কল্পবাস করার প্রথাও রয়েছে। কল্পবাসের অর্থ হল গৃহস্থরা এই জায়গায় এসে সাদাসিধে জীবনযাপন করে থাকেন। সেখানে সমস্ত সময়ধরে ঈশ্বরের পূজায় ব্যস্ত থাকেন। এ জন্য শুরু হয় কল্পবাসের প্রথা। কল্পবাসে অনেক কঠিন নিয়ম মেনে চললে তার ফল পেতে পারেন। ।
মাঘ মাস কবে পড়তে চলেছে?
২০২৪ সালে ২১ জানুয়ারি থেকে মাঘ মাস শুরু হতে চলেছে। চলবে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ে প্রতিদিন গঙ্গায় স্নান করা, ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ ফুল অর্পণ করা, ভগবান বিষ্ণু ও সূর্য দেবতার পূজা করা খুবই উপকারী। কিন্তু এই সমস্ত আচার তখনই সফল হয় যখন নিজের সামর্থ্য অনুযায়ী অভাবীকে দান করা হয়। বিশেষ করে মাঘ অমাবস্যা ও মাঘী পূর্ণিমায় স্নান ও দান করুন।