
মানুষের মনে ভয়, অনিশ্চয়তা ও দুর্বলতাকে কাজে লাগিয়ে বহু যুগ ধরেই ব্ল্যাক ম্যাজিক বা কালাজাদুর কথা প্রচলিত। বৈজ্ঞানিকভাবে এর কোনও প্রমাণ নেই, তবে অনেকেই বিশ্বাস করেন নেতিবাচক শক্তি বা খারাপ উদ্দেশ্যে করা কিছু ক্রিয়া-প্রতিক্রিয়া মানুষের জীবন এবং মানসিক অবস্থায় প্রভাব ফেলতে পারে। বাস্তবে অনেক সময় মানসিক চাপ, অসুস্থতা বা নেতিবাচক পরিস্থিতিকেও অনেকে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব বলে মনে করেন। এমনকি বেশ কিছু লক্ষণ রয়েছে যা দেখলে বোঝা যায় ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কী কী সেই ইঙ্গিত?
১. হঠাৎ করে শরীরে দুর্বলতা ও অসুস্থতা – ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে নাকি শরীর একেবারে কারণ ছাড়াই দুর্বল হয়ে যায়। চিকিৎসা করালেও সুস্থতা আসে না বা সমস্যা বারবার ফিরে আসে। হঠাৎ ক্লান্তি, মাথা ঘোরা, অজানা ব্যথা ইত্যাদি অনেকেই এ ধরনের শক্তির প্রভাব বলে মনে করেন।
২. ঘুমের সমস্যা ও দুঃস্বপ্ন – অনেকের মতে কালাজাদু হলে গভীর ঘুম আসতে চায় না। বারবার ঘুম ভেঙে যাওয়া, দুঃস্বপ্ন দেখা বা অদ্ভুত আতঙ্কে ঘুম থেকে ওঠা এ ধরনের সাধারণ লক্ষণ।
৩. মানসিক অস্থিরতা ও নেতিবাচক চিন্তা – ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে নাকি মন সবসময় অস্থির হয়ে থাকে। অকারণে ভয়, বিষণ্নতা, অশান্তি বা নেতিবাচক চিন্তা মাথায় ঘুরতে থাকে। অনেক সময় আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়।
৪. কাজে বারবার ব্যর্থতা – বহু চেষ্টার পরেও কোনও কাজ সফল না হওয়া, পরিকল্পনা বারবার ভেস্তে যাওয়া বা হঠাৎ করে সব পথ বন্ধ হয়ে যাওয়া অনেক সময় মানুষ ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যুক্ত করেন।
৫. সম্পর্কের টানাপোড়েন – হঠাৎ করে পরিবারের মধ্যে অশান্তি বেড়ে যাওয়া, দাম্পত্য কলহ, প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি ও সম্পর্ক নষ্ট হওয়ার প্রবণতাকেও অনেকে কালাজাদুর প্রভাব বলে মনে করেন।
৬. অদ্ভুত ঘটনা বা পরিবেশ – বাড়ির জিনিসপত্র হারিয়ে যাওয়া, অচেনা শব্দ শোনা, আশপাশে অস্বাভাবিক গন্ধ পাওয়া বা অদ্ভুত অভিজ্ঞতা হওয়াও অনেকের মতে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ।
৭. আর্থিক সমস্যা ও কর্মক্ষেত্রে অগ্রগতি থেমে যাওয়া – কোনো কারণ ছাড়াই ধারাবাহিক আর্থিক ক্ষতি হওয়া, কর্মক্ষেত্রে উন্নতি থেমে যাওয়া বা অর্থনৈতিক স্থিতি নষ্ট হওয়াকেও অনেকেই নেতিবাচক শক্তির প্রভাব বলে মনে করেন।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।