Ghee at home: সুখ ও অর্থের পাহাড় বয়ে আনতে ঘরের সামনে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালান

How to use: বাস্তুমতে ও জ্যোতিষমতেও যে ঘি অনেক কাজে লাগে তা সকলের যেমন জানা উচিত তেমনি সকলের জন্য এটি গুরুত্বপূর্ণও বটে।

Ghee at home: সুখ ও অর্থের পাহাড় বয়ে আনতে ঘরের সামনে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালান

| Edited By: দীপ্তা দাস

Dec 19, 2022 | 9:30 AM

ঘি (Ghee) শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী তাই নয়, এর ব্যবহার ত্বকের জন্যও অনেক উপকারী। কিন্তু অনেকেই জানেন না যে ঘি এর কিছু প্রতিকার জীবনে সুখ বয়ে আনতে পারে। বাঙালির বিভিন্ন পুজোপার্বণে ঘিয়ের (Ghee at Puja) ব্যবহার লক্ষ্য করা যায়। তবে বাস্তুমতে( Vastu) ও জ্যোতিষমতেও (Astrology) যে ঘি অনেক কাজে লাগে তা সকলের যেমন জানা উচিত। শুধু তাই নয়, সকলের জন্য এটি গুরুত্বপূর্ণও বটে। কিন্তু কীভাবে ঘি ব্যবহার করে জীবনে সুখ আনতে পারে তা জেনে রাখুন এখানে…

– যদি নিজের এবং আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি করতে চান, তাহলে নিয়মিত রাতে শিবলিঙ্গের কাছে দেশি ঘির প্রদীপ জ্বালান। এর জেরে স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

– দীর্ঘদিন ধরে যদি কোনও রোগ বাসা বেধে থাকে বা দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগছেন, তবে প্রদীপে কেশর ও ঘি একসঙ্গে রেখে তা জ্বালিয়ে সেই দেবতাকে রোগীর ঘরে রাখুন। এতে সমস্যার সমাধান হতে পারে।

– আপনি যদি সুখী দাম্পত্য জীবন যাপন করতে চান, তাহলে আপনি যেখানে বাসন ধুচ্ছেন সেখানে প্রতিদিন রাতে ঘি এর প্রদীপ জ্বালান। বিবাহিত জীবনে সুখ আনতে, দুজনের মধ্যে ভালবাসা বীজ পুঁততে সাহায্য করে।

– আপনি যদি দুর্বল বোধ করেন বা শারীরিক শক্তি অর্জন করতে চান, তাহলে শিবলিঙ্গের সামনে নিয়মিত দেশি ঘিয়েক প্রদীপ জ্বালানো উচিত। সুখ-সমৃদ্ধি পেতে চাইলে প্রধান দরজায় দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে।

– যদি আর্থিকভাবে আপনি দুর্বল হোন, তাহলে ঘরের দরজায় ঘি প্রদীপ জ্বালান। এতে অর্থের অভাব দূর করা সম্ভব।

(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)