কাছে থাকলেই কাছের মানুষ এমন ভাববেন না যেন। অনেক সময় আত্মীয়-বন্ধুরা নানাভাবে আমাদের ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে। এ বিষয়ে সতর্ক থাকা উচিত।
একই মত আচার্য চাণক্যের। মানুষ চেনা বড় কঠিন কাজ যে। কথায় বলে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। আত্মীয়দের ক্ষেত্রেও বিষয়টা একদম সত্যি। আত্মীয় বা বন্ধুকে অনেক সময়ই চেনা যায় না। বড় কোনও ক্ষতি হয়ে যাওয়ার পরে বিষয়টা বোঝা যায়।
অনেক আত্মীয় বা বন্ধুর সঙ্গে কথা বললে মনে নেতিবাচক ভাবনা আসে, নৈরাশ্য তৈরি হয়। এই ধরনের আত্মীয়দের চিনে নেওয়া খুবই প্রয়োজন। চাণক্য মতে মোটেও এমন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।
কোন আত্মীয়রা ক্ষতিকারক, তা বুঝবেন কী ভাবে? সেই পরামর্শ দিয়েছেন চাণক্য পণ্ডিত।
চাণক্য মতে, এমন কিছু আত্মীয় থাকে যারা বাড়িতে এলে ক্ষতি হয় বা পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি হয়। এই ধরনের আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখা উচিত।
এমন কিছু আত্মীয় থাকে যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে না। বরং সেই সময়ও আপনার ক্ষতি করার চেষ্টা করে। এই ধরনের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো।
কোনও আত্মীয় যদি সবসময় আপনার সমালোচনা করে, নেতিবাচক দিকগুলি নিয়ে সবার সামনে অপমান করে, তাহলে তার সঙ্গে সম্পর্ক না রাখাই বুদ্ধিমানের কাজ।
কিছু আত্মীয় থাকে, যারা আপনাকে ভালো কিছু করতে দেখলেই হিংসা করে। তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা উচিত নয়।
যে আত্মীয়দের সঙ্গে কথা বললেই আপনি মানসিকভাবে চাপে পড়ে যান, মনে নেতিবাচক ভাবনা আসে, তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন।