Hindu Tradition: কোন অবস্থায় থাকলে গুরুজনের পা ছুঁয়ে কখনও প্রণাম করবেন না? রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও

Indian Culture: হিন্দু ধর্মে পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার প্রথা রয়েছে। ছোটবেলা থেকেই শিশুদের গুরুজন, বাবা-মা, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের মানুষের পা ছুঁয়ে প্রণাম করার নিয়ম শেখানো হয়। মনে করা হয়, পা ছুঁলে বড়দের আশীর্বাদ পাওয়া যায়।

Hindu Tradition: কোন অবস্থায় থাকলে গুরুজনের পা ছুঁয়ে কখনও প্রণাম করবেন না? রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও

| Edited By: দীপ্তা দাস

Sep 30, 2023 | 12:57 PM

হিন্দু ধর্মে গুরু, গুরুজন ও সম্মানিত ব্যক্তি, বাড়ির বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার রীতি রয়েছে। গুরুজনদের সম্মান জানাতেই পায় হাত দিয়ে প্রণাম করার এক প্রাচীন প্রথা রয়েছে, যা ভারতীয় সংস্কৃতিতেই এই সম্মানসূচক অভিবাদন দেওয়া হয়ে থাকে। তবে শাস্ত্রে প্রণাম করার জন্য রয়েছে সঠিক জায়গা ও অবস্থা, তা না হলে পায়ে স্পর্শ করে প্রণাম করলেও আশীর্বাদ নয়, তা অশুভ প্রভাব পড়ে।

হিন্দু ধর্মে পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার প্রথা রয়েছে। ছোটবেলা থেকেই শিশুদের গুরুজন, বাবা-মা, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের মানুষের পা ছুঁয়ে প্রণাম করার নিয়ম শেখানো হয়। মনে করা হয়, পা ছুঁলে বড়দের আশীর্বাদ পাওয়া যায়। হিন্দু ধর্মে যেমন রয়েছে, তেমনভাবে এই পা স্পর্শ করার উপকারিতাও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে।

সনাতন ধর্মে পা ছোঁয়ার প্রথা বহু শতাব্দী প্রাচীন। আজও এই প্রথা অনুসরণ করা হয়। শাস্ত্রের বলা হয়েছে, বড়দের আশীর্বাদ নেওয়ার জন্য পা স্পর্শ করারও বেশ কিছু অবস্থা রয়েছে। বেশ কিছু পরিস্থিতি রয়েছে, যেখানে পা স্পর্শ করা অশুভ।

কোন কোন অবস্থায় ভুলেও প্রণাম করবেন না?

মন্দির: মন্দির হল ঈশ্বরের অধিষ্ঠান। সেই স্থানে ঈশ্বরের চেয়ে বেশি সম্মানিত ও মহান আর কেউ থাকতে পারে না। ভগবানের ঊর্দ্ধে আর কেউ নেই। মন্দিরে যদি কোনও প্রবীণ ব্যক্তিও থাকেন, তাহলে সেই সময়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া উচিত নয়। এটা ঈশ্বরকে অপমান করে।

শ্মশান: শ্মশানে থাকা বা শ্মশান থেকে ফিরে আসা ব্যক্তির পা স্পর্শ করা উচিত নয়। চেয়ে বয়সে যতই বড় হোক না কেন। এই পরিস্থিতিতে পা স্পর্শ করা অশুভ বলে মনে করা হয়। কারণ শ্মশান থেকে ফিরে আসা ব্যক্তিকে অপবিত্র বলে গণ্য করা হয়। স্নানের পর শুদ্ধ ও পবিত্র হলে তারপরই পা স্পর্শ করা উচিত।

পুজো করছেন এমন অবস্থা: পুজোয় মগ্ন যে কোনও ব্যক্তির পা স্পর্শ কখনও করবেন না। পূজা শেষ করার জন্য অপেক্ষা করতে পারেন। পুজো করার সময় প্রণাম করলে ভগবানের আরাধনায় ব্যাহত হতে পারে। এমনকি ভগবান রুষ্ট হতে পারেন। তাই ঠাকুরঘরে কখনও প্রণাম করা উচিত নয়।

ঘুমন্ত ব্যক্তি: এমনকি যদি কেউ বিছানায় বিশ্রাম নিচ্ছেন, ঘুমোচ্ছেন বা শুয়ে আছেন, সেই সময় পা স্পর্শ করবেন না। শুয়ে থাকলে বা ঘুমন্ত অবস্থায় পা স্পর্শ করা খুবই অশুভ বলে মনে করা হয়। কারণ এতে ওই ব্যক্তির আয়ু কমে যায়। হিন্দু ধর্মে এই পরিস্থিতিতে শুধুমাত্র মৃত ব্যক্তির পা স্পর্শ করারই নিয়ম রয়েছে। কোনও কারণে বা অসুস্থ অবস্থায় বিছানা থেকে উঠতে না পারলে তাঁকে হাত জোড় করে প্রণাম করলেও চলবে।