
২০২৩ সাল তো শেষ হতেই চলল। আসছে নতুন একটি বছর। আগামী বছর আর্থিক পরিস্থিতি কেমন হবে, ব্যবসায় কতটা আয় হবে, কোনও বিনিয়োগ করা সম্ভব হবে কিনা, তা জানার জন্য প্রায় সকলেই উত্সুক হয়ে থাকেন জ্যোতিষশাস্ত্রের উপর। তে আগে থেকেই এত চিন্তাভাবনার কিছু নেই। আগামী বছরের শুরু থেকে আর্থিক উন্নতি করতে চান, তাহলে বেশ কিছু নিয়ম মেনে চললেই কেল্লাফতে। বড়লোক বা স্বচ্ছন্দে থাকতে কে না চায়? সম্পদ পাওয়া কর্মের উপরই নির্ভর করে। তাই বেশ কিছু কাজে যত্ন নিয়ে কাজ করলে তাতে আর্থিক বৃদ্ধি পেতে পারে। জ্যোতিষীদের মতে, নতুন বছরে সহজ প্রতিকার মেনে চললে ধনসম্পদ ও আর্থিক পরিস্থিতির উন্নতি পেতে পারেন। এই ৫ জিনিস যদি পার্সে বা মানিব্যাগে রাখলে সবদিক থাকবে নিরাপদে ও সুরক্ষিত।
এলাচ
এলাচ কিন্তু অর্থ আকর্ষণের জন্য দারুণ উপকরণ। তাই ২০২৪ সালের প্রথম শুক্রবার, দেবী লক্ষ্মীকে মাত্র ৫টি এলাচ নিবেদন করতে পারেন। এছাড়া একটি লাল কাপড়ে বেঁধে নিরাপদে আলমারিতে বা পার্সে রেখে দিন।
রৌপ্য মুদ্রা
ধন-সম্পদের দেবী লক্ষ্মীর জন্য রৌপ্য মুদ্রা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ২০২৪ সালের শুরুতে, এই মুদ্রা দেবীর চরণে নিবেদন করুন। আলমারি বা ভল্টে রেখে দিতে পারেন। তাতে দেবী লক্ষ্মী তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করেন।
চাল
যদি পয়লা জানুয়ারি, ২০২৪ সালের শুরুতেই দেবী লক্ষ্মীর চরণে পুরো চাল বা অক্ষত রেখে দিতে পারেন। তাতে লক্ষ্মীর আশীর্বাদ বৃষ্টি ঝড়ে পড়ে পরিবারের উপর। অক্ষত আপনি পার্সে রাখলে আর্থিক সুবিধা পেতে পারেন।
পিপল পাতা
হিন্দু ধর্মে পিপল গাছের গুরুত্ব অপরিসীম। এই গাছের মহিমা যত বেশি, এর পাতা থেকে আশীর্বাদও তত বেশি। শুভ সময় দেখে, নোটের সঙ্গে মানিব্যাগে বা পার্সে একটি পিপল পাতা রাখা খুব ভাল।
কড়ি
২০২৪ সালের প্রথম শুক্রবার, দেবী লক্ষ্মীকে ৫টি কড়ি নিবেদন করুন। এরপরে, লাল বা হলুদ কাপড়ে বেঁধে আলমারি বা ভল্টের মধ্য়ে রেখে দিন।