Itu Puja 2023: আঘ্রাণ সংক্রান্তি শেষ হয় ইতু পুজো, কীভাবে ঘট বিসর্জন করবেন? জানুন গোটা পুজোবিধি

Puja Rituals: আঘ্রান সংক্রান্তির রবিবার শেষ ইতু পুজো করার নিয়ম। আর আজ সেই দিন। বাঙালির নিয়ম মেনে আজই শেষ ইতু পুজো করে জলে বিসর্জন দেওয়া হয়। ব্রাহ্মণ এনে বা নিজেরাই মন্ত্র পড়ে পুজো সম্পন্ন করে ইতুকে বিসর্জন দিতে হয়। এই কারণেই অগ্রহায়ণ মাসে রবিবারে ইতুর পুজো হয়।

Itu Puja 2023: আঘ্রাণ সংক্রান্তি শেষ হয় ইতু পুজো, কীভাবে ঘট বিসর্জন করবেন? জানুন গোটা পুজোবিধি
ছবিটি প্রতীকী

| Edited By: দীপ্তা দাস

Dec 17, 2023 | 12:28 PM

বাংলা ক্যালেন্ডার মতে, কার্তিক সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত পালিত হয় ইতু পুজো। গোটা আঘ্রাণ মাসের প্রতি রবিবার বাঙালির ঘরে ঘরে ইতু লক্ষ্মীর পুজো হয়ে থাকে। আঘ্রান সংক্রান্তির রবিবার শেষ ইতু পুজো করার নিয়ম। আর আজ সেই দিন। বাঙালির নিয়ম মেনে আজই শেষ ইতু পুজো করে জলে বিসর্জন দেওয়া হয়। ব্রাহ্মণ এনে বা নিজেরাই মন্ত্র পড়ে পুজো সম্পন্ন করে ইতুকে বিসর্জন দিতে হয়। এই কারণেই অগ্রহায়ণ মাসে রবিবারে ইতুর পুজো হয়।

নিয়ম অনুসারে, কুমারি, বিবাহিতরা এই পুজো করে থাকেন। কার্তিক মাসের সংক্রান্তির দিন পরিষ্কার জায়গাতে সরার মাঝখানে ঘট বসানো হয়। সিঁদুর, হলুদ ফুল, বেলপাতা, তিল, ঙরতকী. ধূপ, প্রদী, ফলের ও মিষ্টির নৈবেদ্য সাজিয়ে পুজো করা হয়। ঘট ও সরার মধ্যে ধান, হলুদ, মানকচু,গম, মটর, সরষে, শুসনি, কলমি ও পাঁচটি ডালের বীজ ইত্যাদি শস্য ও সবজি বসিয়ে প্রতি রবিবার পুজো করা হয়। এছাড়া আঘ্রাণের সংক্রান্তির দিন পুজো করে পুকুর, নদী বা বাড়ির কাছে যদি গঙ্গা থাকে, তাহলে তাতে ইতু বিসর্জন দেওয়ার রীতি রয়েছে।

আঘ্রাণ সংক্রান্তির দিন ইতু বিসর্জন করবেন কীভাবে?

সকালে স্নান করে, পরিষ্কার পোশাক পরে ইতুর সরা ও ঘটের সামনে প্রদীপ জ্বালিয়ে নিন। এই সংক্রান্তির দিন নতুন চাল দিয়ে সরুচাকলি, পিঠে ও পুলি রান্না করা হয়। এদিন যেমন পিঠ খাওয়ার চল রয়েছে, তেমনি নবান্নে মতো নতুন ফল ও সবজি, গুড়ও খাওয়া হয়। এদিন পরিবারে সুখ-সমৃদ্ধি, সন্তান কামনার জন্য ইতু পুজোর ব্রত পালন করা হয়। যিনি ব্রতীকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় সারাদিন। ব্রতের জন্য উপবাস বা নিরামিষ খাওয়ারও চল রয়েছে এদিন।

ইতু পুজো সাধারণত সূর্যদেবকে পুজো করার রীতি। সঙ্গে লক্ষ্মী, নারায়ণকেও পুজো করার প্রথা রয়েছে। এই পুজোয় কোনও মূর্তি নেই। মাটির সরা বা ঘটকেই পুজো করা হয় বাঙালির ঘরে ঘরে। সূর্যদেব হল ঘোড়ার প্রতীক। বাংলা এই ব্রত বিলুপ্রপ্রায় হলেও এখনও এই পুজোর গুরুত্ব রয়েছে। বাঙালির ঘরে দেবীদের প্রাধান্য সবচেয়ে বেশি হলেও ইতু হল দেবতার পুজো। এই ব্রতের সঙ্গে মিশে আছে লক্ষ্মী পুজোর বেশ কিছু নিয়ম।