Astro Tips: মানিব্যাগে এই জিনিসটি রাখলেই কেল্লাফতে, টাকা পয়সা নিয়ে কোনও দিন ভাবতে হবে না

Astro Tips: কেউ যদি অর্থ কষ্টে থাকেন, তাহলে তা কী ভাবে দূর করবেন, সেই উপায় বলা রয়েছে জ্যোতিষ শাস্ত্রে।

Astro Tips: মানিব্যাগে এই জিনিসটি রাখলেই কেল্লাফতে, টাকা পয়সা নিয়ে কোনও দিন ভাবতে হবে না
Image Credit source: David Talukdar/Moment/Getty Images
Follow Us:
| Updated on: Dec 24, 2024 | 5:24 PM

জ্যোতিষ শাস্ত্র মতে, আমাদের জীবনে প্রতিদিন যা ঘটে তার উপর গ্রহের স্থানের একটা প্রভাব থাকে। নিজেদের কিছু কাজ কর্মের ফল থাকি আমরা। আবার জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে তার জন্য নানা প্রতিকারের উপায় বলা আছে।

কেউ যদি অর্থ কষ্টে থাকেন, তাহলে তা কী ভাবে দূর করবেন, সেই উপায় বলা রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। মনে করা হয় কেউ যদি দীর্ঘ দিন অর্থ কষ্টে থাকেন তাহলে তার প্রতিকার রয়েছে। কেবল আপনার পার্সে বা টাকা রাখার ব্যাগে কিছু জিনিস রাখলে তা শুভ। সেই প্রভাবেই ধেয়ে আসে টাকা। জানেন কী রাখতে হবে পার্সে?

জ্যোতিষ শাস্ত্র মতে, পার্সে টাকা ছাড়াও এলাচ রাখা বেশ শুভ বলে মনে করা হয়। এই এলাচ পার্সে রাখলে খুবই ফলদায়ক বলে মনে করা হয়।

এই খবরটিও পড়ুন

বাস্তু শাস্ত্র মতে টাকা রাখার ব্যাগে ১টি এলাচ রাখা শুভ বলে মনে করা হয়। মাঙ্গলিক কাজেও এলাচ ব্যবহার করা হয়। আপনার জীবন যদি নেতিবাচক শক্তির প্রভাব খুব বেশি হয় তবে আপনার পার্সে একটি এলাচ রাখুন। এলাচ ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে।

যদি কোনও ব্যক্তি ঋণের দায়ে ডুবে থাকেন তাহলে টাকা রাখার ব্যাগে একটি এলাচের কুঁড়ি রাখুন। বাস্তু শাস্ত্র বলছে এতে দ্রুত ঋণ পরিশোধ হয়ে যায়।

আপনার উপর যদি কারও খারাপ নজর পরে, তাহলে পার্সে একটা এলাচ রাখার বন্দোবস্ত করুন। মানিব্যাগে এলাচ রাখলে কুনজর থেকে রক্ষা পাওয়া সম্ভব। এলাচ সম্পদকে আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। ব্যবসায় লাভ না হলে পার্সে এলাচ রাখলে ধন-সম্পদ বৃদ্ধি পেতে পারে। হিন্দু শাস্ত্রে এলাচকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।