Bhai Phota 2023: জন্মবারে ভাইয়ের কপালে ফোঁটা পরা অশুভ, জানুন পঞ্জিকা মতে এবছর কবে পড়েছে ভাইফোঁটা
Hindu Festival: দুর্গাপুজো মানেই উত্সবের মেজাজ শুরু। কারণ এর পরেই শুরু হয় লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো। আর ভাইফোঁটা হল বাঙালিদের মধ্যে অন্যতম জনপ্রিয় উত্সব। এই উত্সবকে আবার ভ্রাতৃদ্বিতীয়াও বলা হয়। প্রতি বছর, কালী পুজোর পর, কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় দিনে ভাইফোঁটা পালিত হয়।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।। ভাইবোনের পবিত্র ভালবাসার প্রতীক হিসেবে হিন্দু ও বাঙালিদের মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে। দুর্গাপুজো মানেই উত্সবের মেজাজ শুরু। কারণ এর পরেই শুরু হয় লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো। আর ভাইফোঁটা হল বাঙালিদের মধ্যে অন্যতম জনপ্রিয় উত্সব। এই উত্সবকে আবার ভ্রাতৃদ্বিতীয়াও বলা হয়। প্রতি বছর, কালী পুজোর পর, কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় দিনে ভাইফোঁটা পালিত হয়। বাংলা পঞ্জিকা মতে, এ বছর ভাই ফোঁটা পড়েছে আগামী ১৫ নভেম্বর, বুধবার।
সাধারণত, ইংরেজি ক্যালেন্ডার হিসেবে প্রতি বছর ভাইফোঁটা পালিত হয় অক্টোবর-নভেম্বর মাসে। কালীপুজোর দুদিন পরই পালিত হয় এই পবিত্র উত্সব। এদিন ভাই বা দাদার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও সুখী জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বোন-দিদিরা।
ভাইফোঁটার শুভ তারিখ ও শুভ মুহূর্ত
এবছর ভাইফোঁটা পালিত হবে আগামী ১৪ নভেম্বর, মঙ্গলবার। শুভ তিথি শুরু হচ্ছে বেলা ২টো ৩৬ মিনিটে। সমাপ্ত হবে পরের দিন, ১৫ নভেম্বর, বেলা ১টা ৪৭ মিনিটে।
ভাইফোঁটা শুধু বাংলাতেই নয়, বিহার, মহারাষ্ট্রেও ধুমধাম করে পালিত হয়। কথিত আছেয়, এদিন বোন যমুনার বাড়িতে যম ফোঁটা নিতে আসে। এই প্রচলিত কাহিনি থেকেই প্রতি বছর পৃথিবীর সব বোনেরা ভাইদের মঙ্গলকামনায় যমের দুয়ারে কাঁটা দিতে ফোঁটা দেন। এর ফলে যমরাজ ভাইদের প্রাণ নিয়ে যমলোকে না যেতে পারেন। দীর্ঘায়ু ও সুস্থ -সুখী জীবনের প্রার্থনায় ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিনে বোনেরা।