Akshaya Tritiya 2025: বিয়েতে বাধা? অক্ষয় তৃতীয়ার দিন এ কাজ করলেই মুশকিল আসান

Marriage on Akha Teej: অক্ষয় তৃতীয়ার দিনটিকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে যে কোনও কাজে ভালো ফল মেলে। এমন দিনে বিয়ে করলে শুভ বলে মনে করা হয়। কেন জানেন?

Akshaya Tritiya 2025: বিয়েতে বাধা? অক্ষয় তৃতীয়ার দিন এ কাজ করলেই মুশকিল আসান
অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করা কতটা শুভ?Image Credit source: Getty Images

Apr 26, 2025 | 1:27 PM

ক্যালেন্ডার বলছে আজ ২৬ এপ্রিল। হাতে আর মাত্র কটা দিন। পঁচিশে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) পড়েছে ৩০ এপ্রিল। এই দিনে নানা শুভ কাজে ভালো ফল মেলে। হিন্দুধর্মে বিশ্বাস করা হয় যে, অক্ষয় তৃতীয়ায় কেউ যদি কোনও পুণ্য অর্জন করেন, তার কোনও ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়াকে আখা তীজও বলা হয়। বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় তিথির দিন অক্ষয় তৃতীয়া পালিত হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনে বিয়ে করা ভালো। আসলে কি সত্যিই অক্ষয় তৃতীয়ায় বিয়ে করা শুভ? জেনে নিন বিস্তারিত।

ধর্মীয় বিশ্বাস যে, অক্ষয় তৃতীয়ার দিন যে কাজই করা হয়, তা শুভ হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, অক্ষয় তৃতীয়ায় দিন বিয়ে করলে দাম্পত্যজীবনে সুখ, শান্তি সব সময় বিরাজ করে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম অটুট থাকে। এবং তাঁদের একে অপরের সঙ্গে বোঝাপড়া ভালো হয়। বিশ্বাস করা হয় যে, অক্ষয় তৃতীয়ায় সূর্য ও চন্দ্র এক জায়গায় অবস্থান করে। এবং সবচেয়ে শক্তিশালী পর্যায়ে থাকে।

যে দম্পতিরা সারা বছর ধরে বিয়ের সঠিক মুহূর্ত খুঁজে পান না, তাঁরা অক্ষয় তৃতীয়ায় বিয়ে করতে পারেন। এই দিনটি এতটাই শুভ যে এর জন্য আলাদা করে নির্দিষ্ট সময় বা গণনার প্রয়োজন হয় বা। বিশেষজ্ঞদের মতে, যাঁদের রাশিফল মিলছে না, তারপরও বিয়ে করতে চান, তাঁরা অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করতে পারেন। বিশ্বাস করা হয় যে, এই দিন বিয়ে করলে রাশিফলের মিল না হলেও সমস্ত নেতিবাচক প্রভাব দূর হয়।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।